Advertisement
০৪ মে ২০২৪
Ranji Trophy

Ranji Trophy 2022: বাংলা দলে কীসের অভাব? চণ্ডীগড়ের বিরুদ্ধে নামার আগে জানালেন কোচ অরুণ লাল

কটক থেকে অরুণ লাল বললেন, ‘‘আমাদের চিন্তা ব্যাটিং। আশা করব ছন্দে ফিরবে ব্যাটাররা। বোলিং এবং ফিল্ডিং ভাল হচ্ছে। আমাদের দলে খুব ভাল ব্যাটার রয়েছে, কিন্তু তাদের ছন্দে আসতে হবে, আত্মবিশ্বাস পেলেই খুব ভাল দল হয়ে উঠব আমরা।’’ আনন্দবাজার অনলাইনকে অভিমন্যু বললেন, ‘‘দল যে ভাবে খেলছে সেই ছন্দ ধরে রাখতে চাই।’’

কোচ অরুণ লাল।

কোচ অরুণ লাল। —ফাইল চিত্র

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ০২ মার্চ ২০২২ ১৯:৩৯
Share: Save:

বাংলা দল শেষ দুই ম্যাচে বিপক্ষের লোয়ার অর্ডারকে ফেরাতে সমস্যায় পড়েছে। হায়দরাবাদ দ্বিতীয় ইনিংসে অষ্টম উইকেটে ১০৯ রানের জুটি গড়ে। বরোদা দ্বিতীয় ইনিংসে সপ্তম উইকেটে ৬৪ রানের জুটি গড়েছিল। যদিও সেই নিয়ে ভাবতে রাজি নন বাংলার কোচ এবং অধিনায়ক। অরুণ বললেন, ‘‘সেই সময়ের পরিস্থিতিটাও দেখতে হবে। মধ্যাহ্নভোজের পর বল নরম হয়ে যায়, ব্যাট করতে সুবিধা হয়। সেই সুযোগটাও নিয়েছে বিপক্ষ। তবে বরোদা, হায়দরাবাদের লোয়ার অর্ডার ব্যাট করতে পারে। বাংলা দলে সেটার অভাব রয়েছে।’’

এলিট গ্রুপ বি-তে শীর্ষে রয়েছে বাংলা। শেষ ম্যাচ জিতলে নক আউট পর্বে যাওয়া নিশ্চিত। পর পর দু’টি ম্যাচ জিতে বাকি তিন দলের থেকে কিছুটা এগিয়ে রয়েছে তারা। তৃতীয় ম্যাচে চণ্ডীগড়ের বিরুদ্ধে নামার আগে কোচ অরুণ লালের ভাবনায় ব্যাটিং। অধিনায়ক অভিমন্যু ঈশ্বরণ চাইছেন জয়ের ছন্দ ধরে রাখতে।

কটক থেকে অরুণ লাল বললেন, ‘‘আমাদের চিন্তা ব্যাটিং। আশা করব ছন্দে ফিরবে ব্যাটাররা। বোলিং এবং ফিল্ডিং ভাল হচ্ছে। আমাদের দলে খুব ভাল ব্যাটার রয়েছে, কিন্তু তাদের ছন্দে আসতে হবে, আত্মবিশ্বাস পেলেই খুব ভাল দল হয়ে উঠব আমরা।’’ আনন্দবাজার অনলাইনকে অভিমন্যু বললেন, ‘‘দল যে ভাবে খেলছে সেই ছন্দ ধরে রাখতে চাই।’’

দুই ম্যাচ জিতে ১২ পয়েন্ট বাংলার। সেই দুই ম্যাচেই সেরা শাহবাজ আহমেদ। বাংলার অলরাউন্ডার ব্যাটে, বলে বড় ভূমিকা নিয়েছেন। অরুণ বললেন, ‘‘সাদা বলের খেলা হোক বা লাল বলের, এখনকার ক্রিকেটে অলরাউন্ডারদের ভূমিকা খুব বড়। আমাদের দলের অলরাউন্ডাররা খুব ভাল খেলছে।’’ কটকের পিচে শেষ দুই ম্যাচ খেলায় বাংলা একটু এগিয়ে থাকবে বলেই মনে করছেন কোচ। তিনি বললেন, ‘‘এই উইকেটকে বোঝা বড় শক্ত। আমাদের সুবিধা বেশি কারণ এখানে আগে খেলেছি, তাই সেটা মাথায় রেখে খেলতে পারব। মধ্যাহ্নভোজের আগে ব্যাটারদের বেশ প্রশ্নের মুখে পড়তে হয়। প্রথমে বল করতে চাইব আমরা।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE