ভারতের হয়ে শেষ ম্যাচ খেলেছেন ফেব্রুয়ারিতে ইংল্যান্ডের বিরুদ্ধে। তার পর থেকে ভারতীয় দলে আর সুযোগ পান না। সি ভি বরুণ, অক্ষর পটেল, কুলদীপ যাদবদের ভিড়ে ধীরে ধীরে হারিয়ে যেতে শুরু করেছেন। কিন্তু আশা ছাড়ছেন না। ভারতের টি-টোয়েন্টি দলে ফিরতে মরিয়া তিনি। খেলতে চান আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপও। তিনি ভারতীয় লেগস্পিনার রবি বিষ্ণোই। শনিবার থেকে ইডেনে গুজরাতের হয়ে মাঠে নামবেন বাংলার বিরুদ্ধে।
ম্যাচের আগের দিন সাংবাদিক বৈঠকে এসে বিষ্ণোই জানিয়ে গেলেন, ভারতীয় দলে ফেরার আশা ছাড়ছেন না তিনি। ২৫ বছর বয়সি লেগস্পিনারের কথায়, ‘‘যখনই সুযোগ পাই, কাজে লাগানোর চেষ্টা করি। সামনের বছর দেশের মাটিতে টি-২০ বিশ্বকাপ। সেখানে সুযোগ পাওয়ার আপ্রাণ চেষ্টা করব। নিজেকে সেই ভাবেই তৈরি করছি। দেশের মাটিতে বিশ্বকাপ খেলা ও জেতার চেয়ে বড় কিছু হতে পারে না। দলে সুযোগ পেলে সেটা যেন হাত থেকে বেরিয়ে না যায়, সেটাই নিশ্চিতকরতে চাই।’’
ভারতীয় স্পিন বিভাগে এখন প্রতিযোগিতার অভাব নেই। সি ভি বরুণ, অক্ষর, কুলদীপরা দলে জায়গা করে নিয়েছেন। তাঁদের মাঝে নিজেকে কী ভাবে তুলে ধরবেন? এত প্রতিযোগিতার মধ্যে নিজেকে কি হারিয়ে ফেলছেন? বিষ্ণোইয়ের উত্তর, ‘‘লড়াই উপভোগ্য। তবে এটা স্বাস্থ্যকর প্রতিযোগিতা। এরকম প্রতিযোগিতা থাকা ভাল। যাদের নাম বললেন, তাদের সঙ্গে স্বাস্থ্যকর প্রতিযোগিতা উপভোগ করি।’’ যোগ করেন, ‘‘সুযোগ পেলে আমি নিজের জায়গা পাকা করার চেষ্টা করব। তবে আমি ওদের সফল হতে দেখতে চাই। সেটাই কামনা করি। অস্ট্রেলিয়ার মাটিতে টি-টোয়েন্টি সিরিজ়ে ওরা ভাল খেলুক, এটাই চাই।’’
গুজরাত দলের সঙ্গে মাঝে মধ্যেই নাকি অনুশীলন করতে আসেন যশপ্রীত বুমরা। সম্প্রতি অস্ট্রেলিয়া সফরে টি-টোয়েন্টি সিরিজ় খেলতে যাওয়ার আগে আমদাবাদে গুজরাত কলেজের মাঠে অনুশীলন করেছেন। তরুণ ক্রিকেটারদের অনেক পরামর্শও দিয়েছেন। বিষ্ণোই বলছিলেন, ‘‘গুজরাত কলেজ মাঠে আমাদের প্র্যাক্টিসের সময় বুমরা এসে অনুশীলন করেছিল। সকলকে পরামর্শ দিয়েছে। প্রয়োজনে সব সময়ই ওকে পাওয়া যায়।’’ তিনি আরও বলেন, ‘‘ভারতীয় ক্রিকেটে ওকে সব সময় দরকার। আমরা চাই ও সেই দিকেই মনোনিবেশ করুক। গুজরাত ক্রিকেটকে সামলানোর মতো ক্রিকেটার আমাদের আছে। জস্সি ভাইকে ভারতীয় ক্রিকেটের আরও বেশি করে প্রয়োজন।’’
বিষ্ণোই যে লড়াকু মানসিকতার ছেলে তা স্পষ্ট তাঁর জীবনের কাহিনিতেই। ক্রিকেটের পিচ তৈরি করে সেখানেই অনুশীলন শুরু করেছিলেন ছোটবেলায়। এখন তাঁর স্বপ্ন বিশ্বকাপ খেলার। স্বপ্নপূরণ হয় কি না তা সময়ই বলবে।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)