গত বছর অস্ট্রেলিয়ায় গিয়ে দ্বিতীয় বারের জন্য সিরিজ জিতেছিল ভারত। আর সেই সিরিজের শেষ টেস্টে গাব্বায় অজি বধ করেছিলেন অজিঙ্ক রহাণেরা। ৩২ বছর পরে কোনও দল টেস্ট জিতেছিল সেই মাঠে। সেই জয়ে প্রধান ভূমিকা নিয়েছিলেন দুই তরুণ শুভমন গিল ও ঋষভ পন্থ। ম্যাচের শেষ দিন তাঁরা কী পরিকল্পনা করেছিলেন, তা খোলসা করলেন সেই সময় ভারতীয় দলের কোচ রবি শাস্ত্রী।
টেস্ট ও সেই সঙ্গে সিরিজ জিততে শেষ দিনে ৩২৯ রান করতে হত ভারতকে। তার শুরুটা করেন শুভমন। দ্রুত রান করেন তিনি। শুরুতে তাঁর ৯১ রান ভারতের জয়ের ভিত গড়ে দেয়। পরে সেই ভিতে ভর করে দলকে জয়ের গণ্ডি পার করান পন্থ। তিনি করেন অপরাজিত ৮৯ রান।