নিউজিল্যান্ডের বিরুদ্ধে সেঞ্চুরিয়নে প্রথম টেস্ট জিতলেও মন্থর বল করার জন্য জরিমানা হয়েছে বিরাট কোহলীদের। সেই সঙ্গে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে ১ পয়েন্ট কাটা গিয়েছে ভারতের। এ ভাবে বার বার ভুল হলে আগামী দিনে তার বড় খেসারত দিতে হতে পারে বলে আশঙ্কা ভারতীয় দলের কোচ রাহুল দ্রাবিড়ের। তবে সেই সঙ্গে তিনি এও জানিয়েছেন, মাঝে মধ্যে ম্যাচ রেফারির সিদ্ধান্ত কঠোর বলে মনে হয় তাঁর।
দ্বিতীয় টেস্ট শুরুর আগের দিন দ্রাবিড় বলেন, ‘‘আইসিসি নিশ্চয় কিছু ভেবে এই নিয়ম চালু করেছে। কোচ হিসেবে কখনও কখনও এই সিদ্ধান্ত কিছুটা কঠোর বলে মনে হয়। তবে আমাদের ভাবতে হবে কী ভাবে আমরা দ্রুত বল করব।’’