বিরাট কোহলির সঙ্গে তাঁর ভাল সম্পর্কের কথা কারও অজানা নয়। বরাবরই কোহলির পাশে দাঁড়িয়েছেন তিনি, পাল্টা উত্তর দিয়েছেন সমালোচকদের। ভারতের কোচ থাকার সময়েও কোহলির সঙ্গে তাঁর রসায়ন ছিল খুবই ভাল। তবে অস্ট্রেলিয়ায় গিয়ে কোহলির টানা দু’টি শূন্য দেখে আস্তে আস্তে ভরসা হারিয়ে ফেলছেন সেই রবি শাস্ত্রীও। তাঁর মতে, এ ভাবে চলতে থাকলে দ্রুত এক দিনের দলেও জায়গা হারাবেন কোহলি।
ভারতের প্রাক্তন কোচের মতে, এখনকার ভারতীয় দলে ভুলের কোনও জায়গা নেই। ‘ফক্স স্পোর্টস’-এ শাস্ত্রী বলেছেন, “কোহলিকে দ্রুত ফর্মে ফিরতে হবে। সাদা বলের ক্রিকেটে ভারতীয় দলে এই মুহূর্তে প্রত্যেক পজিশনে এতই লড়াই যে, কারও আরামে থাকার সুযোগ নেই। সেটা বিরাট, রোহিত বা অন্য কেউও হতে পারে।”
আন্তর্জাতিক ক্রিকেটে ফিরলেও কোহলি ক’দিন নিজের জায়গা ধরে রাখতে পারবেন তা নিয়ে সন্দেহপ্রকাশ করেছেন শাস্ত্রী। তাঁর মতে, কোহলির ফর্মই সব উত্তর দিয়ে দেবে। শাস্ত্রীর কথায়, “জায়গা ধরে রাখা সহজ নয়। প্রচণ্ড প্রতিযোগিতা রয়েছে। আরও একটা সুযোগ হারিয়েছে কোহলি। ফুটওয়ার্ক নিয়ে কিছুটা চিন্তায় রয়েছে ও। এমন জিনিস আগে খুব একটা দেখিনি। এক দিনের ক্রিকেটে ওর পরিসংখ্যান অবিশ্বাস্য। সে যখন দু’বার শূন্য রানে আউট হয়, তখন হতাশ হতে বাধ্য।”
আরও পড়ুন:
আর এক প্রাক্তনী গাওস্কর অবশ্য পাশে দাঁড়িয়েছেন কোহলির। তাঁর মতে, দু’টি শূন্য করলেও কোহলির আত্মবিশ্বাসে প্রভাব পড়বে না। বলেছেন, “দুটো শূন্য করে হাল ছেড়ে দেওয়ার পাত্র নয় কোহলি। ও চাইবে মাথা উঁচু করে অবসর নিতে। সিডনির পর দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে এক দিনের সিরিজ় রয়েছে। তার পর বিশ্বকাপেও খেলতে চাইবে কোহলি। অস্ট্রেলিয়ার দর্শক হয়তো কোহলির ব্যাটে রান না দেখে হতাশ। হয়তো দর্শকদের অভিবাদন জানানোর জন্যই ও গ্লাভস তুলেছে। অবসরের ইঙ্গিত নয়।”