চলতি আইপিএলে একটা লজ্জার মরসুম শেষ করেছে চেন্নাই সুপার কিংস। ১০ দলের মধ্যে মহেন্দ্র সিংহ ধোনির দল শেষ করেছে লিগ টেবিলে ১০ নম্বরে থেকে। ১৪ ম্যাচে সিএসকে-র সংগ্রহ মাত্র আট পয়েন্ট। যা স্বাভাবিক ভাবেই মেনে নিতে পারছেন না সিএসকে সমর্থকেরা। এ বার জনৈক ভক্তের রোষের মুখে পড়লেন ভারতের প্রাক্তন অফস্পিনার আর. অশ্বিন।
নিজের ইউটিউব চ্যানেলে আইপিএলের পর্যালোচনা করতে বসেছিলেন অশ্বিন। তখনই এক সমর্থক মন্তব্য করেন, ‘‘আমার প্রিয় সিএসকে পরিবার ছেড়ে আপনি দয়া করে চলে যান।’’ নিলামে ৯.৭৫ কোটি টাকায় অশ্বিনকে নিয়েছিল চেন্নাই। কিন্তু খারাপ খেলার কারণে মাঝপথেই এই স্পিনারকে বসিয়ে দিতে হয়। পরে আবার সুযোগ পেয়েছিলেন অশ্বিন। কিন্তু কিছু করতে পারেননি।
সিএসকে সমর্থকের এই আবেদন শোনার পরে অশ্বিন স্বীকার করে নিয়েছেন, দলের শোচনীয় ব্যর্থতা তাঁকেও ভীষণ যন্ত্রণা দিয়েছেন। এক কোণায় বসে কেঁদেছিলেনও তিনি।
অশ্বিন বলেছেন, ‘‘আমি এই মন্তব্য দেখে একটা কথা ভালই বুঝতে পারছি। চেন্নাই সুপার কিংসের প্রতি ওর ভালবাসা। একটা জিনিস সব সময় মাথায় রাখা উচিত। কেউ যদি কোনও মন্তব্য করে, তবে সেটা যেন দলের ভাল হবে ভেবেই করে।’’ যোগ করেন, ‘‘আমি বুঝতে পারছি, আপনি কী বলতে চাইছেন। ফ্র্যাঞ্চাইজ়ির প্রতি এই ভালবাসা আর দায়িত্ববোধটা আমারও আছে। তবে একটা জিনিস বলে রাখছি। আমি এই পরিশ্রমটা জলে যেতে দেব না। আমি যা নিয়ন্ত্রণ করতে পারি, সেটাই করার চেষ্টা করব। বল হাতে দিলে বল করব, ব্যাট হাতে দিলে ব্যাট করব। আর নিজের সেরাটা দেব।’’ অশ্বিন ইঙ্গিত দিয়েছেন, পরের মরসুমে আবার ফিরে আসতেচান তিনি।
নিজেকে নিয়ে অশ্বিন বলেছেন, ‘‘আমি অনেক পরিশ্রম করেছিলাম। আমি জানি, কোন কোন জায়গায় আমাকে উন্নতি করতে হবে। আমার পরিষ্কার ধারণা আছে সে সম্পর্কে।’’ নিজের ভুল সম্পর্কে এই অফস্পিনারের মন্তব্য, ‘‘পাওয়ার প্লে-তে আমি প্রচুর রান দিয়ে ফেলেছিলাম। যেটা ঠিক হয়নি। পাওয়ার প্লে-তে বল করতে গেলে আমাকে আরও বৈচিত্র আনতে হবে বোলিংয়ে। পরের মরসুমে আমি সে ব্যাপারটার উপরেই জোর দেব।’’
এ বারের আইপিএলে ন’টা ম্যাচ খেলে সাত উইকেট পেয়েছেন অশ্বিন। গড় ছিল ৪০.৪২। ইকনমি রেট ৯.১২। তবে অশ্বিন জানাতে ভোলেননি যে, সমর্থকদের চেয়েও তিনি বেশি ভালবাসেন সিএসকে দলটাকে। বলেছেন, ‘‘আমার কাছে দলের স্বার্থ সবার আগে। সমর্থকদের চেয়েও আমি দলটাকে বেশি ভালবাসি।’’ এর পরেই অশ্বিন বলেন, ‘‘আমি সিএসকে-র হয়ে প্লে-অফ খেলেছি, ট্রফি জিতেছি। তাই যখন চ্যাম্পিয়ন একটা দলের এই অবস্থা দেখি, তখন মনটা খারাপ হয়ে যায়। যে কারণে, একটা কোণে বসে আমি কেঁদেছি। এর পরে আমি কী করতে পারি, সেটাই এখনভেবে চলেছি।’’
অশ্বিন যতই পরের মরসুমে খেলা কথা বলুন না কেন, সিএসকে তাঁকে রাখে না ছেড়ে দেয়, সেটাইএখন দেখার।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)