বসে থাকতে পারছেন না কেউ। ছটফট করছেন প্রধান কোচ গৌতম গম্ভীর। ম্যাচ জেতার পর উচ্ছ্বাসের বিস্ফোরণ। সোমবার ওভালে ৫৩ বলের মধ্যে ইংল্যান্ডের শেষ ৪ উইকেট তুলে নিয়ে ম্যাচ জিতেছে ভারত। ড্র হয়েছে সিরিজ়। সেই সময় ভারতের সাজঘরের কেমন অবস্থা ছিল তা প্রকাশ্যে এনেছে ভারতীয় ক্রিকেট বোর্ড।
সমাজমাধ্যমে একটা ভিডিয়ো দিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড। সেখানেই দেখানো হয়েছে সাজঘর ও মাঠের অবস্থা। ভিডিয়োর ক্যাপশনে লেখা, “বিশ্বাস, প্রত্যাশা, উল্লাস! ওভালে ভারতের বিশেষ জয়ের পর আবেগের বিস্ফোরণ।”
ভিডিয়োয় দেখা যাচ্ছে, সাজঘরে সহকারী কোচ রায়ান টেন দুশখাতে, মর্নি মর্কেল, সীতাংশু কোটাক ও বাকি সাপোর্ট স্টাফদের সঙ্গে রয়েছেন গম্ভীর। তাঁদের চোখ মাঠের দিকে। তখন ইংল্যান্ডের জিততে দরকার ১৭ রান। ভারতের চাই ২ উইকেট। সেই পরিস্থিতিতে ভারতীয় দলের অন্দরে বিশ্বাস রয়েছে যে তাঁরা জিতবেন। সেই বিশ্বাস ধরা পড়েছে গম্ভীরদের চোখেমুখে। শেষ দিকে যখন ইংল্যান্ডের ৭ রান দরকার ও ভারতের ১ উইকেট চাই, তখন সাজঘরে দাঁড়িয়ে ছটফট করছেন গম্ভীর। বাকিরা দেওয়ালে হেলান দিয়ে দাঁড়িয়ে। সকলেই প্রত্যাশা করছেন যে তাঁরা জিতবেন।
আরও পড়ুন:
মহম্মদ সিরাজের বলে গাস অ্যাটকিনসনের স্টাম্প ছিটকে যাওয়ার পরেই উল্লাস শুরু হয় ভারতের সাজঘরে। গম্ভীরকে ধরে রাখা যাচ্ছিল না। মর্কেল, দুশখাতেদের জড়িয়ে ধরে লাফাচ্ছিলেন তিনি। তার পর দেখা যায়, বাকি সব সহকারী কোচ গম্ভীরকে কোলে তুলে নিয়েছেন। গম্ভীর সাধারণত গম্ভীরই থাকেন। এতটা উল্লাস বা আবেগ তিনি দেখান না। কিন্তু এই ম্যাচের পর পারেননি। মর্কেলকে জড়িয়ে ধরে কেঁদে ফেলেন গম্ভীর। ওভালে হারের মুখ থেকে জিতে সিরিজ় ড্রয়ের পর গম্ভীরের উচ্ছ্বাস বুঝিয়ে দিয়েছে কতটা স্বস্তি পেয়েছেন তিনি।
সেই উচ্ছ্বাস ছড়িয়ে পড়েছে মাঠেও। ভিডিয়োয় দেখা গিয়েছে, ম্যাচ জিতে ক্রিকেটারেরা উল্লাস করছেন। শুভমন গিল, সিরাজ, লোকেশ রাহুল, আকাশদীপ, প্রসিদ্ধ কৃষ্ণেরা দর্শকদের ধন্যবাদ দিচ্ছেন। একে অপরকে জড়িয়ে ধরছেন। মাঠে নেমে পড়েছেন কোচেরাও। শুভমনকে জড়িয়ে ধরে গম্ভীরের উল্লাস বুঝিয়ে দিচ্ছে, ভারতীয় ক্রিকেটে নতুন যুগের সূচনা হয়ে গিয়েছে। বিশ্বাস ও প্রত্যাশা নিয়ে এগিয়ে চলেছেন তাঁরা।