Advertisement
০২ মে ২০২৪
Kolkata Knight Riders

ইতিহাস কেকেআরের প্রাক্তনীর, প্রথম ভারতীয় হিসাবে কোন নজির গড়লেন ক্রিকেটার?

ভারতীয় ক্রিকেটে ধোনির বন্ধু হিসাবেই পরিচিত তিনি। ২০২২ সালেও আইপিএল খেলেছেন চেন্নাইয়ের হয়ে। খেলেছেন কেকেআরের হয়েও। তাঁকে দেখা যেতে পারে দক্ষিণ আফ্রিকার লিগে।

picture of KKR

আইপিএলের একটি ম্যাচে কলকাতা নাইট রাইডার্স। —ফাইল চিত্র।

আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ১৬ সেপ্টেম্বর ২০২৩ ১৪:২৫
Share: Save:

দেশ ছেড়ে বিদেশের ফ্র্যাঞ্চাইজ়ি লিগে নাম লেখালেন ভারতীয় দলের আর এক প্রাক্তন সদস্য। কলকাতা নাইট রাইডার্সের হয়ে আইপিএল খেলা ব্যাটারকে দেখা যাবে দক্ষিণ আফ্রিকার টি-টোয়েন্টি লিগে। আগেই তিনি অবসর নিয়েছেন ভারতীয় ক্রিকেট থেকে।

প্রথম ভারতীয় ক্রিকেটার হিসাবে রবীন উথাপ্পা নাম লেখালেন দক্ষিণ আফ্রিকার ফ্র্যাঞ্চাইজ়ি লিগের নিলামে। দক্ষিণ আফ্রিকার মাটিতেই ২০০৭ সালে ভারতের টি-টোয়েন্টি বিশ্বকাপজয়ী দলের অন্যতম সদস্য উথাপ্পা। মহেন্দ্র সিংহ ধোনির ঘনিষ্ঠ সতীর্থ হিসাবে পরিচিত তিনি। ব্যাটিংয়ের পাশাপাশি উইকেটরক্ষক হিসাবেও খেলতে পারেন উথাপ্পা।

আগামী ২৭ সেপ্টেম্বর দক্ষিণ আফ্রিকার টি-টোয়েন্টি লিগের নিলাম রয়েছে। নিলামে নাম লিখিয়েছেন দক্ষিণ আফ্রিকা ছাড়াও ১৪টি দেশের ১২২ জন ক্রিকেটার। তাঁদের মধ্যে রয়েছে উথাপ্পার নাম। এর আগেও বিদেশের ফ্র্যাঞ্চাইজ়ি লিগে দেখা গিয়েছে তাঁকে। দুবাই ক্যাপিটালস এবং হারারে হ্যারিকেন্সের হয়ে ২০২৩ সালে খেলেছেন তিনি। ২০২২ সাল পর্যন্ত আইপিএল খেলেছেন সিএসকের হয়ে।

ভারতের হয়ে ৪৬টি এক দিনের ম্যাচ এবং ১৩টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন ৩৭ বছরের ক্রিকেটার। কেকেআরের হয়ে খেলেছেন ছ’বছর। ছ’টি ফ্র্যাঞ্চাইজ়ির হয়ে আইপিএল খেলার অভিজ্ঞতা রয়েছে তাঁর।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE