Advertisement
১৯ এপ্রিল ২০২৪
Rohit Sharma

Rohit Sharma: বিরাট ধাক্কা ভারতের, অনুশীলনে চোট পেয়ে দক্ষিণ আফ্রিকায় টেস্ট সিরিজেই নেই রোহিত!

সোমবার অনুশীলনে চোট পেয়েছিলেন রোহিত। প্রথমে মনে হয়েছিল চোট গুরুতর নয়। পরে বোর্ড জানায়, তিন টেস্টের সিরিজ থেকে ছিটকে গিয়েছেন তিনি।

রোহিত ছিটকে গেলেন।

রোহিত ছিটকে গেলেন। ফাইল ছবি

নিজস্ব প্রতিবেদন
কলকাতা শেষ আপডেট: ১৩ ডিসেম্বর ২০২১ ১৯:১৭
Share: Save:

সোমবার অনুশীলনে চোট পেয়েছিলেন রোহিত। প্রথমে মনে হয়েছিল চোট গুরুতর নয়। পরে বোর্ড জানায়, তিন টেস্টের সিরিজ থেকে ছিটকে গিয়েছেন তিনি। বিকল্প হিসেবে ডেকে নেওয়া হল প্রিয়ঙ্ক পঞ্চালকে।

সোমবার মুম্বই ক্রিকেট সংস্থার অ্যাকাডেমিতে অনুশীলন করতে জড়ো হয়েছিলেন ভারতীয় ক্রিকেটাররা। হাজির ছিলেন রোহিতও। তিনিও গত দু’দিন ধরে একই মাঠে অনুশীলন করছিলেন। সোমবার থ্রো ডাউন বিশেষজ্ঞ রঘুর একটি বল আচমকা লাফিয়ে উঠে রোহিতের গ্লাভসে লাগে। যন্ত্রণায় কাতরাতে থাকেন রোহিত। প্রাথমিক চিকিৎসার পর তাঁকে সুস্থ মনে হলেও পরে ব্যথা বাড়ে। শেষ পর্যন্ত সিরিজ থেকেই ছিটকে গেলেন তিনি।

অজিঙ্ক রহাণেকে সরিয়ে টেস্টে সহ-অধিনায়ক করা হয়েছে রোহিতকে। নতুন দায়িত্ব নেওয়ার আগেই চোট পেলেন রোহিত।

দক্ষিণ আফ্রিকা সফরে যাওয়ার আগে সোমবারই বাধ্যতামূলক নিভৃতবাসে চলে গেল গোটা ভারতীয় দল। নিভৃতবাসে যাওয়ার আগে শেষ বার কড়া অনুশীলন করেছে ভারতীয় দল। মুম্বইয়ের নেটে হাজির ছিলেন অজিঙ্ক রহাণে, ঋষভ পন্থ, কেএল রাহুল এবং শার্দূল ঠাকুরও। নিউজিল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে চোটের কারণে খেলেননি রহাণে। সোমবার প্রায় ৪৫ মিনিট ধরে নেটে পড়ে থাকলেন তিনি। থ্রো ডাউন বিশেষজ্ঞদের একের পর এক বল সামলালেন।

রহাণের পরেই নেটে ঢোকেন রোহিত। রঘুর বলে চোট পাওয়ার কিছুক্ষণ পরেই সামলে নেন তিনি। এর পর অনুশীলন দেখতে হাজির জনতার সঙ্গে নিরাপদ দূরত্ব রেখে নিজস্বীও তোলেন। কিন্তু সেই হাসি দিনের শেষে বজায় থাকল না।

অনুশীলনে রঘুর বল সাধারণত একটু বেশিই লাফায়। এর আগে রহাণের আঙুল ভেঙেছিল রঘুর থ্রো ডাউন খেলতে গিয়ে। সোমবার আক্রান্ত হয়েছেন রোহিত। এই চোটে দক্ষিণ আফ্রিকা সফর থেকেই তিনি ছিটকে গেলেন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Rohit Sharma BCCI Priyank Panchal
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE