Advertisement
৩০ এপ্রিল ২০২৪
India vs Afghanistan

বিমান ধরতে পারেননি, অনুশীলন মিস রোহিতের! মুখ খুললেন কোচ দ্রাবিড়

দ্রাবিড় যখন সাংবাদিক বৈঠক করছেন তখনও মোহালিতে পৌঁছতে পারেননি রোহিত। মুম্বইয়ে বিমান ধরতে দেরি হয়ে যায় তাঁর। সতীর্থেরা অনুশীলন শুরু করে দেওয়ার পর পৌঁছন আইএস বিন্দ্রা স্টেডিয়ামে।

picture of Rohit Sharma

রোহিত শর্মা। —ফাইল চিত্র।

আনন্দবাজার অনলাইন ডেস্ক
কলকাতা শেষ আপডেট: ১০ জানুয়ারি ২০২৪ ২১:৪৭
Share: Save:

নির্দিষ্ট সময়ের মধ্যে দলের সঙ্গে যোগ দিতে পারলেন না অধিনায়ক রোহিত শর্মা। অনুশীলনেও পৌঁছলেন দেরিতে। ফলে অনুশীলন শুরুর আগে নির্ধারিত সাংবাদিক বৈঠকে আসতে পারেননি তিনি। পরিস্থিতি সামাল দেন কোচ রাহুল দ্রাবিড়। যদিও আফগানিস্তানের পক্ষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন অধিনায়ক ইব্রাহিম জ়াদরান।

সাংবাদিকদের বাউন্সার সামলে দেন দ্রাবিড়। কিন্তু ২২ গজে নেমে আফগানিস্তানের বোলারদের সামলাতে হবে তাঁকেই। ২০২২ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের পর আর দেশের হয়ে ২০ ওভারের ম্যাচ খেলেননি রোহিত। ঘরোয়া ক্রিকেটে শেষ খেলেছেন গত বছর আইপিএল। এর আগে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট সিরিজ় খেলেছেন। তাই মোহালির মাঠে পৌঁছে রোহিত ছুটলেন নেটে। হালকা ব্যাটিং অনুশীলন করে যেন হাঁফ ছেড়ে বাঁচলেন অধিনায়ক।

এক বছরের বেশি সময় টি-টোয়েন্টি ক্রিকেটে ভারতকে নেতৃত্ব দিয়েছেন হার্দিক পাণ্ড্য, যশপ্রীত বুমরা, সূর্যকুমার যাদবেরা। দীর্ঘ দিন পর ২০ ওভারের ক্রিকেটে নেতৃত্ব দেবেন রোহিত। তবু আফগানিস্তানের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগের দিন দলের সঙ্গে যোগ দিতে কিছুটা দেরি হয়ে যায় তাঁর। দলের বাকিরা নির্ধারিত সময়েই স্টেডিয়ামে পৌঁছে গিয়েছিলেন। গা ঘামাতেও শুরু করে দিয়েছিলেন তিনি। তাই আইএস বিন্দ্রা স্টেডিয়ামে পৌঁছে রোহিত সময় নষ্ট করেননি একটুও। সতীর্থদের সঙ্গে সৌজন্য বিনিময় করে অনুশীলন শুরু করে দেন। পরে কথা বলেন সতীর্থদের সঙ্গে। বুঝিয়ে দেন অধিনায়ক হিসাবে আফগানিস্তানের বিরুদ্ধে সিরিজ়ে তাঁর প্রত্যাশা। আলাদা করে কথা বলেন উইকেটরক্ষক-ব্যাটার সঞ্জু স্যামসন এবং ফিল্ডিং কোচ টি দিলীপের সঙ্গে।

মুম্বই থেকে এ দিনই মোহালি এসেছেন রোহিত। বিমান ধরতে দেরি হওয়াতেই সময় মতো পৌঁছতে পারেননি তিনি। দ্রাবিড় যখন সাংবাদিকদের সঙ্গে কথা বলছিলেন, তখনও রোহিত মোহালি পৌঁছতে পারেননি। দেরি হয়ে যাওয়ায় বিমানবন্দর থেকে সোজা চলে যান স্টেডিয়ামে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE