E-Paper

রোহিতকে আনার চেষ্টায় সৌরভ

সুনিধি চৌহানের গানের পাশাপাশি মুখ্য আকর্ষণ হিসেবে উপস্থিত থাকতে পারেন রোহিত গুরুনাথ শর্মা। চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ের পরে এই প্রথম কলকাতায় আসতে পারেন রোহিত।

সুমিত ঘোষ

শেষ আপডেট: ০১ জুন ২০২৫ ০৮:১৬
আকর্ষণ: উদ্বোধনে সৌরভের সঙ্গে দেখা যাবে রোহিতকে? 

আকর্ষণ: উদ্বোধনে সৌরভের সঙ্গে দেখা যাবে রোহিতকে?  —ফাইল চিত্র।

বঙ্গ ক্রিকেটের নতুন চমক, বেঙ্গল প্রো টি-টোয়েন্টিকে এ বারে আরও রঙিন করে তোলার চেষ্টা হচ্ছে। জমকালো উদ্বোধনী অনুষ্ঠানের কথা ভাবা হয়েছে আর সেখানে সুনিধি চৌহানের গানের পাশাপাশি মুখ্য আকর্ষণ হিসেবে উপস্থিত থাকতে পারেন রোহিত গুরুনাথ শর্মা। চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ের পরে এই প্রথম কলকাতায় আসতে পারেন রোহিত। তাই তাঁকে রাজকীয় সংবর্ধনা দেওয়ার কথাও ভাবা হতে পারে।

কারও কারও মনে হতে পারে, রোহিতের জোড়া সংবর্ধনা প্রাপ্য। একটা অবশ্যই চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ের জন্য। দ্বিতীয়টা? মনে করিয়ে দেওয়া যাক, ইডেনেই যে তাঁর টেস্ট অভিষেক ঘটেছিল। ওয়েস্ট ইন্ডিজ়ের বিরুদ্ধে ২০১৩-র নভেম্বরে। যে সিরিজ়ে সচিন তেন্ডুলকর অবসর নিয়েছিলেন, সেখানেই অভিষেক ঘটেছিল রোহিত। ইডেনে সচিন সেই টেস্ট ছিল সচিনের ১৯৯তম, রোহিতের প্রথম। আর অভিষেকেই ৩০১ বলে ১৭৭ রানের দুরন্ত ইনিংস উপহার দিয়েছিলেন তিনি। টেস্ট ক্রিকেটকে সদ্য বিদায় জানানো রোহিতের কাছে সেই ম্যাচ যদি বিশেষ ভাবে স্মরণীয় হয়, তা হলে তারও আগে থাকতে পারে শ্রীলঙ্কার বিরুদ্ধে একদিনের ম্যাচে রেকর্ড ২৬৪। রোহিতকে উদ্বোধনে নিয়ে আসায় উদ্যোগী স্বয়ং সৌরভ গঙ্গোপাধ্যায়। যিনি বোর্ড প্রেসিডেন্ট থাকাকালীন ভারতের অধিনায়ক হন রোহিত। শোনা গেল, সৌরভ নিয়মিত ভাবে রোহিতের সঙ্গে যোগাযোগ রেখে চলেছেন। আজ, রবিবার আমদাবাদে দ্বিতীয় কোয়ালিফায়ার খেলতে নামছে মুম্বই ইন্ডিয়ানস। জিতলে ৩ জুন ফাইনাল। বিরাট কোহলির আরসিবির বিরুদ্ধে। সে সব নিয়ে ব্যস্ততা রয়েছে। তবে বলে দেওয়া যায় যে সৌরভের অনুরোধ রাখতে প্রিয় মাঠে বঙ্গ লিগের বোধনে আসার সর্বাত্মক চেষ্টা করবেন রোহিত। রোহিত বনাম বিরাট মহা ধুমধাম ফাইনাল যদি হয়ও, তা হলেও ইডেনে তার পরের সপ্তাহে আসতে এমনিতে সমস্যা থাকার কথা নয়।

বাংলার এই টি-টোয়েন্টি লিগের দ্বিতীয় বর্ষ শুরু হচ্ছে ১১ জুন। গত বার লিগের যাত্রা শুরু হলেও রংচংয়ে কিছু করা যায়নি। অনেকের মনে হয়েছে, নতুন লিগকে আরও জমকালো করতে হলে জুতসই শুভ মহরৎ লাগবে। সেই কারণে তারকা সমাবেশে উদ্বোধনী অনুষ্ঠানের ভাবনা। ক্রিকেট এবং বিনোদনকে মিশিয়ে যে অনুষ্ঠানের নকশা করা হচ্ছে। একদিকে সুনিধি চৌহানের গান। অন্যদিকে ক্রিকেট তারকাদের উপস্থিতি। রোহিত আসছেন, সঙ্গে থাকছেন বাংলার দুই কিংবদন্তি সৌরভ গঙ্গোপাধ্যায় এবং ঝুলন গোস্বামী। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আনার চেষ্টা হচ্ছে। শোনা গেল, তাঁর আসার সম্ভাবনা জোরাল। সে ক্ষেত্রে মুখ্যমন্ত্রী, সৌরভ, ঝুলন ও রোহিত শর্মার উপস্থিতিতে রাজকীয় বোধন হতে পারে বেঙ্গল প্রো টি-টোয়েন্টি লিগের দ্বিতীয় বর্ষের। প্রথম দিনে ম্যাচও রয়েছে। কলকাতার কোনও খেলাধুলোকে কেন্দ্র করে এত বড় উদ্বোধনী অনুষ্ঠান হয়েছে কি না, মনে করা যাচ্ছে না।

চমক: সুনিধির গানে মেতে ওঠার অপেক্ষায় ইডেন।

চমক: সুনিধির গানে মেতে ওঠার অপেক্ষায় ইডেন। —ফাইল চিত্র।

একই বছরে পর-পর দু’টি বড় উদ্বোধনী অনুষ্ঠান দেখতে চলেছে কলকাতা। গত ২২ মার্চ ইডেনে আইপিএলের উদ্বোধনী অনুষ্ঠান হয়েছিল। যার সঞ্চালক ছিলেন স্বয়ং শাহরুখ খান। গান গেয়েছিলেন শ্রেয়া ঘোষাল, করণ আউজলা। সঙ্গে ছিল বলিউড হার্টথ্রব দিশা পাটনীর নাচ। তার আড়াই মাসের মধ্যে বাংলার ক্রিকেট লিগের উদ্বোধনী অনুষ্ঠান। আবার বিনোদনে মুখ্য আকর্ষণ সুনিধি চৌহান। বলিউডে একাধিক হিট গান উপহার দেওয়া সুনিধির সঙ্গে চূড়ান্ত কথাবার্তা হয়ে গিয়েছে। একটি ভিডিয়ো বার্তাও পাঠিয়েছেন, যেখানে তাঁকে বলতে শোনা যাচ্ছে, ‘‘কলকাতা আমি আসছি। বেঙ্গল প্রো টি-টোয়েন্টিতে পারফর্ম করতে ঐতিহাসিক ইডেন গার্ডেন্সে। আমি খুবই উত্তেজিত আর মুখিয়ে আছি। দেখা হবে খুব শীঘ্রই।’’ আইপিএলের উদ্বোধনী অনুষ্ঠান ছিল খুবই সংক্ষিপ্ত। সব মিলিয়ে ২২ থেকে ২৫ মিনিটের। কিন্তু সিএবি কর্তারা বেঙ্গল প্রো টি-টোয়েন্টির জন্য একদম সুনিধি চৌহান নাইট্‌স করার পরিকল্পনা করে ফেলেছেন। এক ঘণ্টা ধরে তিনি গাইবেন। উদ্বোধনী অনুষ্ঠানের টিকিট থাকছে এবং তার দাম ধরাছোঁয়ার মধ্যে রাখার কথা ভেবেছে সিএবি। অনলাইনে টিকিট বিক্রি হতে পারে সামনের সপ্তাহের শুরুর দিকেই। মোট আটটি করে পুরষ ও মহিলাদের দল খেলবে বেঙ্গল প্রো টি-টোয়েন্টি লিগে। ১৮ দিন ধরে প্রতিযোগিতার লাইভ সম্প্রচার হবে স্টার স্পোর্টসে। সুনিধি চৌহানের ভিডিয়োতেও স্লোগান শোনা গেল, ‘সিক্স হোক বা ফোর, বেঙ্গল করবে রোর’!

৩ জুন ইডেনেই ছিল আইপিএলের ফাইনাল ও সমাপ্তি অনুষ্ঠান। যা ছিনিয়ে নিয়ে গিয়েছে আমদাবাদ। বঙ্গ লিগের বোধন যদি কিছুটা হলেও সেই অপমানের জবাব দিতে পারে।

(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)

Sourav Ganguly Sunidhi Chauhan Purohit

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy