Advertisement
১১ অক্টোবর ২০২৪
Rohit Sharma

Rohit Sharma: বিশ্বকাপের আগে যশ, রাজদের কী পরামর্শ দেন রোহিত, নিজেই জানালেন হিটম্যান

বিশ্বকাপ ফাইনালের আগে ভারতের প্রাক্তন অধিনায়ক বিরাট কোহলীর পরামর্শও পান ভারতীয় অনূর্ধ্ব-১৯ ক্রিকেটাররা। ফোনে তাঁদের সঙ্গে কথা বলেন কোহলী।

যশদের সঙ্গে রোহিত

যশদের সঙ্গে রোহিত ছবি: টুইটার

নিজস্ব প্রতিবেদন
কলকাতা শেষ আপডেট: ০৬ ফেব্রুয়ারি ২০২২ ১১:১৫
Share: Save:

ছোটদের বিশ্বকাপ জিতেছে ভারত। ফাইনালে ইংল্যান্ডকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছেন যশ ঢুল, রাজ বাওয়ারা। বিশ্বকাপ খেলতে যাওয়ার আগে বেঙ্গালুরুতে জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে প্রস্তুতি নেন তাঁরা। সেখানেই ভারতের সাদা বলের অধিনায়ক রোহিত শর্মার সঙ্গে কথা হয় তাঁদের। রোহিত তাঁদের কিছু পরামর্শও দেন। সে কথা নিজেই জানিয়েছেন তিনি।

রবিবার থেকে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে এক দিনের সিরিজ শুরু ভারতের। তার আগে সাংবাদিক বৈঠকে রোহিত তুলে আনেন যশদের সঙ্গে সাক্ষাতের প্রসঙ্গ। তিনি বলেন, ‘‘আমি বেঙ্গালুরুতে ওদের অনুশীলন দেখেছিলাম। কঠিন পরিশ্রম করছিল ওরা। ওদের সঙ্গে আমার কথাও হয়। কী ভাবে আলাদা আলাদা প্রতিপক্ষের বিরুদ্ধে পরিকল্পনা করে খেলতে হয় সেই পরামর্শ ওদের দিই। কারণ জীবনের প্রথম বড় প্রতিযোগিতার আগে সবাই একটু ভয়ে থাকে। সেই ভয় কাটিয়ে তোলার চেষ্টা করেছিলাম। ওরা আমার কথা মন দিয়ে শুনেছিল।’’

বেশি চিন্তা না করে যশদের আনন্দ করে খেলার পরামর্শ দিয়েছিলেন বলে জানিয়েছেন রোহিত। তিনি বলেন, ‘‘আমি ওদের বলি রোজ এই ধরনের সুযোগ আসবে না। তাই মাঠে গিয়ে আনন্দ করতে। চিন্তামুক্ত হয়ে খেললে সবার সেরাটা বেরিয়ে আসে। বিশ্বকাপে ওরা সেটাই করে দেখিয়েছে।’’

বিশ্বকাপ ফাইনালের আগে ভারতের প্রাক্তন অধিনায়ক বিরাট কোহলীর পরামর্শও পান ভারতীয় অনূর্ধ্ব-১৯ ক্রিকেটাররা। ফোনে তাঁদের সঙ্গে কথা বলেন কোহলী। সে কথা মেটমাধ্যমে জানান যশ।

অন্য বিষয়গুলি:

Rohit Sharma Yash Dhull india cricket Virat Kohli
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE