চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনাল শুরুর আগেই বিশ্বরেকর্ড রোহিত শর্মার। টানা ১২টি এক দিনের ম্যাচে তিনি টস হারলেন ভারতীয় দলের অধিনায়ক হিসাবে। গত ২০২৩ সালের এক দিনের বিশ্বকাপ ফাইনাল থেকে টস হারা শুরু হয়েছে রোহিতের।
এক দিনের আন্তর্জাতিকে টানা ১২টি টস হারার বিশ্বরেকর্ড রয়েছে ব্রায়ান লারার। রবিবার সেই বিশ্বরেকর্ডে ভাগ বসালেন রোহিত। ১৯৯৮ সালের অক্টোবর থেকে ১৯৯৯ সালের মে মাস পর্যন্ত টানা ১২টি ম্যাচে টস ভাগ্য সঙ্গ ছিল না লারার। তালিকায় দ্বিতীয় স্থানে আছেন নেদারল্যান্ডসের প্রাক্তন অধিনায়ক পিটার বরেন। তিনি ২০১১ সালের মে মাস থেকে ২০১৩ সালের অগস্টের মধ্যে টানা ১২টি এক দিনের ম্যাচে টস হেরেছিলেন। রবিবারের আগে বরেনের সঙ্গে যুগ্ম ভাবে দ্বিতীয় স্থানে ছিলেন রোহিত। এ দিন তাঁকে টপকে লারার সঙ্গে যুগ্ম ভাবে শীর্ষে উঠে এলেন ভারতীয় দলের অধিনায়ক।
আরও পড়ুন:
শেষ ১৫টি এক দিনের ম্যাচে টস জিততে পারল না ভারতও। এও এক অপ্রত্যাশিত নজির। রোহিত একাই হেরেছেন ১২টি ম্যাচে। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তিন ম্যাচের এক দিনের সিরিজ়ে ভারতের নেতৃত্বে ছিলেন লোকেশ রাহুল। তিনিও সেই তিন ম্যাচে টস জিততে পারেননি।