আইপিএলের লিগ তালিকায় প্রথম দুইয়ে থাকতে পারলে কোয়ালিফায়ার ১ খেলার সুযোগ পাওয়া যায়। সেই ম্যাচ জিতলে সোজা ফাইনালে। হারলেও সুযোগ থাকে কোয়ালিফায়ার ২ খেলার। সেখানে জিতলে ফাইনাল খেলা যায়। তাই প্রথম দুইয়ে থাকার জন্য মরিয়া চারটি দল। শুক্রবার সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে হারলেও প্রথম দুইয়ে থাকার সুযোগ পাবে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু।
শুক্রবার জিতলে ১৯ পয়েন্ট নিয়ে প্রথম স্থানে উঠে আসতে পারত আরসিবি। কিন্তু তারা হেরে যায় ৪২ রানে। ১৭ পয়েন্টেই রয়েছেন কোহলিরা। তিন নম্বরে নেমে গিয়েছেন তাঁরা। বেঙ্গালুরুর শেষ ম্যাচ লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে। সেই ম্যাচ জিতলে ১৯ পয়েন্টে পৌঁছে যাবে আরসিবি। সুযোগ থাকবে প্রথম দুইয়ে শেষ করার। কিন্তু অপেক্ষা করতে হবে গুজরাত টাইটান্স এবং পঞ্জাব কিংসের হারের জন্য।
আরও পড়ুন:
গুজরাতের আর একটি ম্যাচ বাকি। তারা রবিবার খেলবে চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে। সেই ম্যাচে হারলে তারা ১৮ পয়েন্টে আটকে যাবে। জিতলে ২০ পয়েন্টে পৌঁছে যাবে। পঞ্জাবের খেলা বাকি দিল্লি ক্যাপিটালস এবং মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে। শনিবার পঞ্জাব জিতলে তারা ১৯ পয়েন্টে পৌঁছে যাবে। শেষ ম্যাচ মুম্বইয়ের বিরুদ্ধে। মুম্বই জিতলে সুবিধা হবে আরসিবি-র। কারণ ১৮ পয়েন্টের বেশি পাবেন না হার্দিক পাণ্ড্যেরা। ফলে আরসিবি শেষ ম্যাচ জিতলে মুম্বইয়ের থেকে বেশি পয়েন্টে থাকবে, সঙ্গে সুযোগ থাকবে পঞ্জাবের চেয়ে রানরেটে এগিয়ে যাওয়ার। তা হলেই প্রথম দুইয়ে ঢুকে পড়বেন কোহলিরা।