Advertisement
২৬ মার্চ ২০২৩
Vijay Hazare trophy

এক ওভারে সাত ছক্কা! নজির ভারতীয় ব্যাটারের, ছাপিয়ে গেলেন সোবার্স, শাস্ত্রী, যুবরাজদের

ক্রিকেটে নতুন নজির তৈরি হল। এক ওভারে ৭টি ছক্কা মারলেন এক ব্যাটার। এত দিন এক ওভারে ছ’টি ছক্কার রেকর্ড ছিল। সোবার্স, শাস্ত্রী, যুবরাজদের রেকর্ড ভেঙে গেল বিজয় হজারে ট্রফিতে।

বিজয় হজারে ট্রফিতে এক ওভারে সাতটি ছক্কা মেরে ক্রিকেটে নতুন নজির গড়লেন এক ভারতীয় ব্যাটার।

বিজয় হজারে ট্রফিতে এক ওভারে সাতটি ছক্কা মেরে ক্রিকেটে নতুন নজির গড়লেন এক ভারতীয় ব্যাটার। প্রতীকী ছবি।

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ২৮ নভেম্বর ২০২২ ১৩:২৪
Share: Save:

এক ইনিংসে ১৬টি ছয়! এক ওভারে ৭টি ছয়! ক্রিকেটে অভূতপূর্ব নজির গড়লেন রুতুরাজ গায়কোয়াড়। বিজয় হজারে ট্রফিতে এই কীর্তি গড়লেন তিনি। এত দিন ভারতীয়দের মধ্যে ছ’বলে ৬ ছক্কার নজির ছিল রবি শাস্ত্রী এবং যুবরাজ সিংহের। এই দু’জনকেও ছাপিয়ে গেলেন রুতুরাজ।

Advertisement

বিজয় হজারে ট্রফির কোয়ার্টার ফাইনাল ম্যাচে উত্তরপ্রদেশের বিরুদ্ধে এই নজির গড়লেন রুতুরাজ। ১৫৯ বল খেলে করলেন অপরাজিত ২২০ রান। ওপেন করতে নেমে প্রথম থেকেই আগ্রাসী মেজাজে ছিলেন তিনি। অন্য ওপেনার রাহুল ত্রিপাঠি (৯) এবং তিন নম্বরে নামা সত্যজিৎ বাচ্ছভ (১১) দ্রুত সাজঘরে ফিরে গেলেও রুতুরাজকে থামানো যায়নি। অনবদ্য ইনিংসটি খেলার পথে মারলেন ১০টি চার এবং ১৬টি ছক্কা। তার মধ্যে এক ওভারেই মারলেন ৭টি ছক্কা। ম্যাচের ৪৯তম ওভারে এই কীর্তি গড়লেন তিনি। বোলার ছিলেন উত্তরপ্রদেশের বাঁহাতি স্পিনার শিবা সিংহ। ছন্দে থাকা রুতুরাজ চাইছিলেন দলের রান যতটা সম্ভব বাড়িয়ে নিতে। সেই লক্ষ্যেই বড় শট খেলার চেষ্টা করেন চেন্নাই সুপার কিংসের ব্যাটার রুতুরাজ। প্রথম চারটি বল মাঠের বাইরে উড়িয়ে দেন দিন। পঞ্চম বলটি নো করেন শিবা। সেই বলও উড়ে যায় বাউন্ডারি লাইনের বাইরে। পরের বলটি ফ্রি-হিট পেয়ে রেয়াত করার কথা মাথতেই আনেননি বিধ্বংসী মেজাজে থাকা রুতুরাজ। সেই বলটিও সোজা পাঠিয়ে দেন সর্দার পটেল স্টেডিয়ামের বি গ্রাউন্ডের বাইরে। ওভারের সপ্তম বলও একই ফলাফল। পর পর সাত বলে ৭টি ছয় মেরে লিস্ট এ ক্রিকেটে নতুন বিশ্বরেকর্ড গড়লেন মহেন্দ্র সিংহ ধোনির আইপিএলের সতীর্থ। প্রথম দু’টি বলে ছয় হওয়ার পরেই লাইন, লেংথ নষ্ট হয়ে যায় শিবার। শেষ পর্যন্ত ৯ ওভারে ৮৮ রান দেন তিনি।

ভারতের হয়ে এখনও পর্যন্ত একটি এক দিনের ম্যাচ এবং ন’টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন ২৫ বছরের ব্যাটার। তাঁর আগ্রাসী ইনিংসের সুবাদে উত্তরপ্রদেশের বিরুদ্ধে ৫ উইকেটে ৩৩০ রান করল মহারাষ্ট্র। দলের ৩৩০ রানের মধ্যে ২২০ রানই এসেছে রুতুরাজের ব্যাট থেকে। তাঁর পর দলের দ্বিতীয় সর্বোচ্চ রান অঙ্কিত বাওনে এবং আজ়িম কাজির। তাঁরা দু’জনেই করেন ৩৭ রান।

বিশ্ব ক্রিকেটে এক ওভারে ৭টি ছক্কা মারার ঘটনা এই প্রথম ঘটল। এক ওভারে ৬টি ছক্কা মেরেছেন বেশ কয়েক জন ক্রিকেটার। ভারতের রবি শাস্ত্রী, যুবরাজ সিংহের এক ওভারে ৬টি ছক্কা মারার নজির রয়েছে। বিশ্ব ক্রিকেটে ওয়েস্ট ইন্ডিজ়ের গ্যারি সোবার্স, দক্ষিণ আফ্রিকার হার্সেল গিবস, ওয়েস্ট ইন্ডিজ়ের কায়রন পোলার্ড, আমেরিকার জসকরণ মালহোত্রা এক ওভারে ৬টি ছক্কা মেরেছেন। আফগানিস্তানের হজরতুল্লাহ জ়াজ়াইও ২০১৮ সালের একটি ম্যাচে এক ওভারে ৬টি ছক্কা মেরেছিলেন। যদিও একটি ওয়াইড-সহ সেই ওভারে বল ছিল সাতটি।

Advertisement

রুতুরাজের আগ্রাসী ব্যাটিংয়ের সামনে উত্তরপ্রদেশের কোনও বোলারকেই স্বচ্ছন্দ দেখাল না সোমবারের ম্যাচে। করণ শর্মার দলের সফলতম বোলার কার্তিক ত্যাগী ৬৬ রান দিয়ে ৩ উইকেট নিয়েছেন। অঙ্কিত রাজপুত ৫২ রানে ১ উইকেট এবং শিবম শর্মা ৫৩ রানে ১ উইকেট পেয়েছেন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, Twitter এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement
Advertisement

Share this article

CLOSE
Popup Close
Something isn't right! Please refresh.