Advertisement
৩০ এপ্রিল ২০২৪
Musheer Khan

‘বিদ্রোহী’ দাদা ভারতীয় দলে সুযোগ পাওয়ার পরের দিন বিশ্বকাপে নজির ভাইয়ের, ছুঁলেন কাকে?

অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে দ্বিতীয় শতরান করলেন মুশির। ছুঁয়ে ফেললেন শিখর ধাওয়ানকে। খান পরিবারে খুশি আমেজ। সোমবার ভারতীয় দলে সুযোগ পেলেন সরফরাজ় আর পরের দিন ইতিহাস গড়লেন মুশির।

Musheer Khan

মুশির খান। ছবি: এক্স।

আনন্দবাজার অনলাইন ডেস্ক
কলকাতা শেষ আপডেট: ৩০ জানুয়ারি ২০২৪ ১৮:৩২
Share: Save:

ভারতের অনূর্ধ্ব-১৯ দলের হয়ে নজির গড়লেন মুশির খান। সম্পর্কে তিনি সরফরাজ় খানের ভাই। অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে দ্বিতীয় শতরান করলেন তিনি। ছুঁয়ে ফেললেন শিখর ধাওয়ানকে। খান পরিবারে খুশি আমেজ। সোমবার ভারতীয় দলে সুযোগ পেলেন সরফরাজ় আর পরের দিন ইতিহাস গড়লেন মুশির। মঙ্গলবার ১২৬ বলে ১৩১ রান করলেন তিনি।

অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে ভারতীয়দের মধ্যে একাধিক শতরান করার রেকর্ড এত দিন ছিল শুধু ধাওয়ানের। সেই তালিকায় এ বার যোগ হল মুশিরের নাম। আয়ারল্যান্ডের বিরুদ্ধে এর আগে শতরান করেছিলেন মুশির। মঙ্গলবার তিনি শতরান করলেন নিউ জ়িল্যান্ডের বিরুদ্ধে। ২০০৪ সালে ধাওয়ান অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে তিনটি শতরান করেছিলেন। মুশির দ্বিতীয় শতরান পেয়ে গিয়েছেন। এখনও কিছু ম্যাচ বাকি ভারতের। তাই মুশিরের কাছে সুযোগ রয়েছে ধাওয়ানকে ছোঁয়ার এবং তাঁকে টপকে যাওয়ার।

এ বারের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে এখনও পর্যন্ত সব থেকে বেশি রান মুশিরই করেছেন। সেই সংখ্যা আরও বাড়বে। মুশির দ্বাদশ ব্যক্তি যিনি একই বিশ্বকাপে একাধিক শতরান করেছেন। বলও করেন মুশির। তিনি বাঁহাতি স্পিন বল করেন। ব্যাট করেন ডান হাতে। দু’টি উইকেটও নিয়েছেন এ বারের বিশ্বকাপে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE