মুম্বইয়ে পা রেখেই চোখে পড়ল একটি বড় কাট-আউট। ছবি লাগানো জনপ্রিয় পপস্টার এনরিকে ইগলেসিয়াসের। ২৯ অক্টোবর মুম্বইয়ের এমএমআরডিএ গ্রাউন্ডে শো ছিল তাঁর। দুপুর থেকে বিভিন্ন রাস্তায় ট্র্যাফিকের জন্য সমস্যায় পড়েছিলেন নিত্যযাত্রীরা। সাত হাজার টাকা থেকে শুরু টিকিট। মধ্যবিত্তের পক্ষে এত দাম দিয়ে টিকিট কাটা সম্ভব নয়। তাঁদের কথা ভেবেই নবী মুম্বইয়ে ভারত-অস্ট্রেলিয়া সেমিফাইনাল ম্যাচের টিকিটের দাম রাখা হয়েছিল ১৫০ টাকা। যা শেষ হয়ে গিয়েছে ম্যাচের আগের দিন।
২ নভেম্বর নবী মুম্বইতেই ফাইনাল। গান গাইতে পারেন সুনিধি চৌহান। যদিও আইসিসি-র তরফে সরকারি ভাবে কিছু ঘোষণা করা হয়নি। ২ নভেম্বর মুম্বই আরও একটি উৎসবের অপেক্ষায় থাকবে। সে দিন শাহরুখ খানের ৬০তম জন্মদিন। ভারত ও অস্ট্রেলিয়া দু’দলেই বাদশার ভক্ত আছেন। ভারতীয় দলে জেমাইমা রদ্রিগেস। অস্ট্রেলিয়া দলে এলিস পেরি। ডব্লিউপিএল-এর সময় শাহরুখের একটি গানে তাঁর নাচের ভিডিয়ো ছড়িয়ে পড়েছিল সমাজমাধ্যমে। পেরি জানিয়েছিলেন, তিনি শাহরুখের অন্যতম ভক্ত।
বৃহস্পতিবার ভারতের পথের কাঁটাও এই শাহরুখ-ভক্ত। ভারতের বিরুদ্ধে এখনও পর্যন্ত ২৬ ইনিংস খেলেছেন পেরি। তাঁর রানসংখ্যা ৯১১। ব্যাটিং গড় ৪৫.৫৫। ভারতের বিরুদ্ধে দু’টি শতরানও আছে তাঁর। সেমিফাইনালে নিজের সেরাটা দিতে মরিয়া পেরি। বিকেল ৫.৩০ থেকে অনুশীলনে নেমেছিল অস্ট্রেলিয়া। পেরি নেটে ব্যাট করেন ৭.৩০ পর্যন্ত। বড় ম্যাচের আগের দিন সাধারণত সিনিয়র ক্রিকেটারেরা বেশি অনুশীলন করেন না। কিন্তু পেরি ব্যতিক্রম। শুধুমাত্র স্পিনারদের বিরুদ্ধেই দু’ঘণ্টা ব্যাট করলেন তিনি। ডি ওয়াই পাটিল স্টেডিয়ামের পিচ লাল মাটির। স্পিনাররা সাহায্য পেতে পারেন। ভারতের দীপ্তি শর্মা ১৫ উইকেট নিয়ে দুরন্ত ছন্দে। শ্রী চরণী দলের অন্যতম শক্তি (১১ উইকেট)। তাঁদের বিরুদ্ধে নিজেকে উজাড় করতে মরিয়া অস্ট্রেলিয়ার অভিজ্ঞ ক্রিকেটার।
ভারতের বিরুদ্ধে সফল অধিনায়ক অ্যালিসা হিলিও। হরমনপ্রীত কউরদের বিরুদ্ধে তাঁর ব্যাটিং গড় ৯৮.০০। দু’টি শতরানও আছে। যার মধ্যে একটি এসেছে গ্রুপ পর্যায়ের ম্যাচে। কিন্তু হিলির চোট নিয়ে এখনও চিন্তায় অস্ট্রেলীয় কোচ শেলি নিচকা। মঙ্গলবার ফিটনেস পরীক্ষা দিয়েছিলেন হিলি। নেটে দীর্ঘক্ষণ ব্যাটও করেন। কিন্তু বুধবার তিনি অনুশীলনে এলেন না। যা নিয়ে কোচ বলছিলেন, ‘‘হিলিকে আজ বিশ্রাম দেওয়া হয়েছে। সকালে দেখা হবে ওর কোনও রকম সমস্যা হচ্ছে কি না। তার পরেই ও খেলবে কি না সিদ্ধান্ত নেব।’’
ভারতকে চাপে রাখার জন্যও এই মন্তব্য করতে পারেন শেলি। তিনি হয়তো চান না এখন থেকেই তাঁর অধিনায়ককে আউট করার পরিকল্পনা করুক ভারত। অস্ট্রেলীয় কোচ এ দিন সমীহের সুরেই কথা বলছিলেন। তাঁর মন্তব্য, ‘‘ভারতীয় ব্যাটিং বিভাগের গভীরতাই সব চেয়ে বড় চিন্তা আমাদের। শেফালি বর্মা আসায় ওদের ব্যাটিং বিভাগ আরও শক্তিশালী হয়ে গিয়েছে। স্মৃতি দারুণ ছন্দে আছে। জেমাইমাও ছন্দে ফিরেছে নিউ জ়িল্যান্ডের বিরুদ্ধে। হরমনপ্রীতের ব্যাটে বল লাগতে শুরু করলে আর কিছুই করার থাকবে না।’’
২০১৭ বিশ্বকাপে হরমনপ্রীতের ১৭১ রানের ইনিংস এখনও কাঁটার মতো বিধে অস্ট্রেলীয়দের মনে। যা ডি ওয়াই পাটিল স্টেডিয়ামে উপড়ে ফেলতে চান হিলিরা।
ভারতের বিরুদ্ধে গ্রুপ লিগের ম্যাচ ছাড়া অস্ট্রেলিয়ার বোলিং বিভাগও বেশ জ্বলে উঠেছে চলতি বিশ্বকাপে। ১৫ উইকেট পেয়েছেন মিডিয়াম পেসার অ্যানাবেল সাদারল্যান্ড। ভারতের বিরুদ্ধে শেষ ম্যাচে পাঁচ উইকেট ছিল তাঁর। লেগস্পিনার অ্যালানা কিংও ১৩ উইকেট নিয়ে সর্বোচ্চ উইকেট সংগ্রাহকদের দৌড়ে। এ দিন তাঁর গুগলিতে পরাস্ত হয়ে নেটে দু’বার বোল্ড হয়েছেন তাহলিয়া ম্যাকগ্রা। দলের বোলিং বিভাগ নিয়েও খুশি কোচ। বলছিলেন, ‘‘প্রত্যেক দিন ৩৫০ (৩৩০) রান হয় না। আমাদের বোলাররা যথেষ্ট ভাল বল করেছে। ভারতের ব্যাটিং বিভাগ শক্তিশালী। এটাই আমাদের সব চেয়ে বড় চিন্তা। নবী মুম্বইয়ের মাঠের বাউন্ডারি ছোট। যে কেউ বড় রান করে দিতে পারে। আমাদের সতর্ক থাকতে হবে। ফিল্ডিং ভাল করলে আমাদের হারানো সহজ নয়।’’ তিনি আরও বলেন, ‘‘শেষ ছ’সপ্তাহ ধরে আমরা ভারতে রয়েছি। পরিবেশের সঙ্গে মেয়েরা খুব ভাল ভাবে মানিয়ে নিয়েছে। আশা করি, আমরা খুব একটা খারাপ খেলব না।’’
২০১৭ বিশ্বকাপের পরে মোট ৮৭টি এক দিনের ম্যাচ খেলেছে অস্ট্রেলিয়া। জিতেছে ৭৮টি ম্যাচ। কিন্তু নবী মুম্বইয়ে দর্শক ভারতীয় দলকেই সমর্থন করবে। যা সব চেয়ে বড় চিন্তা কোচের। তাঁর কথায়, ‘‘ভাল খেললেও দর্শকেরা আমাদের হয়ে গলা ফাটাবে না। তবে মাঠে দর্শক আসুকএটাই চাই।’’
২০২৩ বিশ্বকাপ ফাইনালের আগের দিন আমদাবাদে প্যাট কামিন্স বলেছিলেন, তিনি ১ লক্ষ দর্শককে চুপ করিয়ে দেবেন। শেলি অবশ্য তা বললেন না। তবে তিনিও কি মুম্বইয়ের গর্জনকে থামানোর ছক কষে ফেলেছেন? অপেক্ষা উত্তরের।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)