প্যাট কামিন্সকেই অস্ট্রেলিয়ার নতুন অধিনায়ক হিসেবে বেছে নেওয়া উচিত বলে মনে করেন শেন ওয়ার্ন। স্পিন কিংবদন্তি অস্ট্রেলিয়ার এক সংবাদপত্রে নিজের কলামে লিখেছেন, ‘‘আমার মতে, প্যাট কামিন্সকে অধিনায়ক হিসেবে বেছে নেওয়ার এটাই সঠিক সময়। নতুন এই বিতর্ক আসার আগে থেকেই আমার এটা মনে হচ্ছিল।’’
তাসমানিয়া ক্রিকেট সংস্থায় কর্মরত এক মহিলাকে চার বছর আগে মোবাইলে আপত্তিজনক, অশ্লীল বার্তা পাঠানোর ঘটনা ফাঁস হয়ে যাওয়ায় টিম পেন অধিনায়কত্ব থেকে ইস্তফা দেন। তার পরেই নতুন অধিনায়কের খোঁজ চলছে। ওয়ার্ন মনে করেন, এই মুহূর্তে দলের সহ-অধিনায়ক কামিন্সই যোগ্যতম বিকল্প। তাঁর কথায়, ‘‘কামিন্স এখন অস্ট্রেলিয়ার পোস্টার বয়। সারা বিশ্বে সম্মান আদায় করে নিয়েছে। ওকেই অধিনায়ক করা হোক।’’
ওয়ার্ন অস্ট্রেলিয়া দলে ক্রিকেটার হিসেবেও আর পেনের জায়গা দেখছেন না। লিখেই দিয়েছেন, ম্যাথু ওয়েড, জশ ইঙ্গলিস বা আলেক্স ক্যারেকে উইকেটকিপার হিসেবে বেছে নেওয়া উচিত। ‘‘তবে আমার ভোট ইঙ্গলিসের দিকে। উইকেটের পিছনে খুব সাবলীল। ব্যাট হাতে ৩৬০ ডিগ্রি ক্রিকেটার। সব রকম শট খেলতে পারে। শেষ মরসুমে ঘরোয়া ক্রিকেটে তিনটি সেঞ্চুরি রয়েছে। দারুণ টিমম্যান। ২৬ বছর বয়স। ওকে নিয়ে আসা হোক,’’ লিখেছেন ওয়ার্ন।