Advertisement
E-Paper

টেস্ট দলে ব্রাত্য সরফরাজ়ের পাশে মুম্বই অধিনায়ক, ‘ওর ভারত এ দলের হয়ে খেলার দরকার নেই’

কেন সরফরাজ়‌ খানকে টেস্ট দলে নেওয়া হচ্ছে না তা নিয়ে বার বারই প্রশ্ন উঠছে। ভারত এ দলেও সুযোগ পাচ্ছেন না তিনি। শার্দূল ঠাকুর মনে করেন, সরফরাজ়‌কে ভারত এ দলের হয়ে খেলতে হবে না। কেন বললেন?

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৪ অক্টোবর ২০২৫ ২২:৫২
cricket

সরফরাজ়‌ খান। — ফাইল চিত্র।

ঘরোয়া ক্রিকেটে দীর্ঘ দিন ঝুড়ি ঝুড়ি রান করার পর জাতীয় দলে সুযোগ পেয়েছিলেন। তিনটি সিরিজ় খেলার পর আবার জাতীয় দল থেকে বাদ পড়েছেন। কেন সরফরাজ়‌ খানকে টেস্ট দলে নেওয়া হচ্ছে না তা নিয়ে বার বারই প্রশ্ন উঠছে। ভারত এ দলেও সুযোগ পাচ্ছেন না তিনি। মুম্বইয়ের অধিনায়ক শার্দূল ঠাকুর মনে করেন, নিজেকে প্রমাণ করার জন্য সরফরাজ়‌কে ভারত এ দলের হয়ে খেলতে হবে না।

২০২৪-এর ইংল্যান্ড সফরে টেস্টে অভিষেক হয়েছিল সরফরাজ়ের। নিউ জ়িল্যান্ডের বিরুদ্ধে শতরান রয়েছে। অস্ট্রেলিয়া সফরের পরেই দল থেকে বাদ পড়েন। সুযোগ পাননি ওয়েস্ট ইন্ডিজ়‌ সিরিজ়‌ে। দক্ষিণ আফ্রিকা সিরিজ়েও সুযোগ পাবেন এমন আশা নেই।

ছত্তীসগঢ়ের বিরুদ্ধে দ্বিতীয় ম্যাচের আগে শার্দূল বলেছেন, “এখনকার দিনে ভারত এ দলে তারাই সুযোগ পায় যাদের ভবিষ্যতে আন্তর্জাতিক ক্রিকেটের জন্য ভাবা হচ্ছে। সরফরাজ়ের ভারত এ দলের হয়ে খেলার দরকার নেই। যদি রান পায় তা হলে সরাসরি টেস্ট সিরিজ় খেলতে পারে।”

মুম্বইয়ের প্রথম ম্যাচে সরফরাজ় ৪২ এবং ৩২ রান করেছিলেন। শার্দূল মনে করিয়ে দিয়েছেন অতীত পারফরম্যান্সের কথা। বলেছেন, “চোট সারিয়ে সবে ফিরেছে। তার আগে বুচিবাবু প্রতিযোগিতায় দু’-তিনটে শতরান করেছে। জম্মু-কাশ্মীরের বিরুদ্ধে আগের ম্যাচেও ৪২ রান করেছে। দুর্ভাগ্যজনক ভাবে রান আউট হয়েছিল। ওর জন্য ভারত এ দলের হয়ে খেলা গুরুত্বপূর্ণ নয়। সরফরা‌জ় পেশাদার ক্রিকেটার। ২২ গজে নামিয়ে দিলে ও যে কোনও কঠিন সময়ে দলকে উতরে দিতে পারবে।”

শার্দূল আরও বলেন, “ও এমন সব ম্যাচে ২০০-২৫০ রান করেছে যখন দলের দু’-তিনটে উইকেট শুরুতেই পড়ে গিয়েছিল। নিজের মধ্যে বিশেষ কিছু না থাকলে চাপের মুখে ও রকম ইনিংস খেলা যায় না। ও এমন ক্রিকেটার যে কখনও আপনাকে হতাশ করবে না।”

Sarfaraz Khan Shardul Thakur Ranji Trophy 2025-26
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy