আন্তর্জাতিক ক্রিকেটে প্রত্যাবর্তন সুখের হয়নি বিরাট কোহলির। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে পার্থ এবং অ্যাডিলেড দু’টি ম্যাচেই শূন্য রানে আউট হয়েছেন। তবু কোহলির জনপ্রিয়তা একটুও কমেনি। শুক্রবার সিডনি বিমানবন্দরে সমর্থকদের যাবতীয় মাতামাতি তাঁকে নিয়েই। ভক্তদের হাতে কার্যত ঘেরাও হয়ে গিয়েছিলেন কোহলি।
অ্যাডিলেড এবং সিডনি ম্যাচের আগে ব্যবধান মাত্র এক দিনের। শুক্রবারই সিডনি পৌঁছেছে ভারত। এই শহরে প্রচুর ভারতীয় থাকেন। অনেকে বিমানবন্দরে ভারতীয় দলকে দেখতে চলে গিয়েছিলেন। কোহলি বেরোতেই তাঁকে ঘিরে জটলা তৈরি হয়ে যায়। সই শিকার, নিজস্বী তোলার ধুম লেগে যায়। কোহলি হাসিমুখেই সমর্থকদের আবদার এক এক করে মেটাতে থাকেন। প্রায় কাউকেই খালি হাতে ফেরাননি তিনি। একটা সময় পর তিনি টিম বাসে উঠে যান। সেখানে সামনের সারিতে শ্রেয়স আয়ারের পাশে বসেন।
এর মধ্যেই অ্যাডিলেড ম্যাচে কোহলির একটি ভিডিয়ো প্রকাশ্যে এসেছে। বুদ্ধি খাটিয়ে বিপক্ষের ওপেনার ট্রেভিস হেডকে আউট করে দিয়েছেন কি না, তা নিয়ে জল্পনা চলছে। হর্ষিত রানার বলে ২৮ রানে হেড আউট হন। তার আগেই হেডের সঙ্গে কিছু ক্ষণ কথা বলতে দেখা যায় কোহলিকে। হেডের কাঁধে হাত রেখে কোহলি কিছু একটা বলেন।
আরও পড়ুন:
কোহলির কথা শুনে হেড কিছুটা চাপে পড়েছিলেন বলেই মনে হয়েছে। কয়েক সেকেন্ড পরেই হর্ষিতের একটি বলে তাঁর শট আকাশে উঠে যায়। সেই ক্যাচ ধরেন কোহলিই। মনে করা হচ্ছে, হেডকে তিনি এমন কিছু বলে থাকতে পারেন যা শুনে অস্ট্রেলীয় ব্যাটার উত্তেজিত হয়ে ও রকম শট খেলে আউট হয়েছেন।
যদিও তাতে অস্ট্রেলিয়ার সমস্যা হয়নি। প্রথম সারির ব্যাটারদের আউট করে দিলেও ম্যাথু শর্ট এবং কুপার কনোলির ব্যাটিংয়ে জিতে যায় তারা। সিরিজ়ও অস্ট্রেলিয়ার পকেটে।