সাল ২০০৮। তখন ১৯ ছুঁইছুঁই শ্রীবৎস গোস্বামী অনূর্ধ্ব ১৯ দলের উইকেটরক্ষক। বিরাট কোহলীর দলের অন্যতম ভরসা। ১৪ বছর আগের সেই স্মৃতি আজও টাটকা ৩২ বছরের শ্রীবৎসের মনে। যশ ঢুল, রবি কুমারদের মনে এখন কী চলতে পারে তা ভালই জানেন তিনি। সেই স্মৃতিই ভাগ করে নিলেন আনন্দবাজার অনলাইনের সঙ্গে।
২০০৮ সালের অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপের সেমিফাইনালে কোহলীর ভারতের মুখোমুখি হয়েছিল কেন উইলিয়ামসনের নিউজিল্যান্ড। সে বার শ্রীবৎসর ৫১ রানের ইনিংসে ভর করে জয় ছিনিয়ে নিয়েছিল ভারত। সেই ম্যাচে ভারতের হয়ে সব চেয়ে বেশি রান এসেছিল এই বাঁহাতি উইকেটরক্ষকের ব্যাট থেকেই। শ্রীবৎস বলেন, “উচ্ছ্বাস ছিল। জয়ের স্বপ্নে বিভোর ছিলাম। যশদের মধ্যেও সেটা থাকা স্বাভাবিক। বয়স কম থাকলে এটাই হয়। তবে বড় বড় কোচেরা দলের সঙ্গে রয়েছেন। অতিরিক্ত আত্মবিশ্বাসী হতে দেবেন না তাঁরা।”
বিশ্বকাপের আগেও পর পর ম্যাচ জিতেছিলেন শ্রীবৎসরা। তিনি বলেন, “বিশ্বকাপের আগে ত্রিপাক্ষিক সিরিজ খেলেছিলাম। সেখানেও জিতেছিলাম। আমাদের দলটা হারতে জানত না। সব ম্যাচ জিতছিলাম। সেটাই অভ্যেস করে নিয়েছিলাম আমরা।”