ভারতের টেস্ট দলে এখন তিনি ব্রাত্য। তাই দল যখন ইংল্যান্ডে টেস্ট সিরিজ় খেলছে, তখন সময়টা অন্য ভাবে কাটাচ্ছেন শ্রেয়স আয়ার। ভারতীয় দল যে দিন ম্যাঞ্চেস্টার ইউনাইটেডে গেল, তার পর দিনই প্রকাশ্যে এল বার্সেলোনায় শ্রেয়সের যাওয়ার ছবি। তাঁর দৌড়ের একটি ভিডিয়োও ভাইরাল হয়েছে। তুলনা করা হচ্ছে উসাইন বোল্টের সঙ্গে।
আইপিএলের পর মুম্বই টি২০ লিগে খেলেছিলেন শ্রেয়স। সেখানে ফাইনালে হেরে যান। তার পর থেকে ছুটিতেই রয়েছেন। সম্প্রতি বার্সেলোনা ফুটবল ক্লাবে ঘুরতে গিয়েছিলেন শ্রেয়স। মেসির পুরনো ক্লাবের একটি ভিডিয়ো থেকে তা প্রকাশ্যে এসেছে। যদিও পরে সেই ভিডিয়ো মুছে দেওয়া হয়েছে। কালো শর্টস এবং লাল স্নিকার্স পরেছিলেন শ্রেয়স। তিনি বার্সেলোনার ট্রফি ঘর ঘুরে দেখেন। একটি জার্সিও তুলে দেওয়া হয় তাঁর হাতে। শ্রেয়সের নাম এবং জার্সি সংখ্যা লেখা ছিল সেখানে।
এ দিনই শ্রেয়সের একটি ভিডিয়ো পোস্ট করেছে তাঁর আইপিএল দল পঞ্জাব কিংস। বৃষ্টিভেজা মাঠে খালি গায়ে ভারতীয় ক্রিকেটারকে পুরোদমে দৌড়তে দেখা গিয়েছে। সেই ভিডিয়ো দেখে সমর্থকেরা বোল্টের সঙ্গে শ্রেয়সের তুলনা করেছেন।
আরও পড়ুন:
শ্রেয়স কেন টেস্ট দলে নেই তা নিয়ে প্রশ্ন তুলেছেন মুম্বইয়ের প্রাক্তন ক্রিকেটার সাহিল কুকরেজা। বলেছেন, “আশা করি দ্রুত ওকে দলে নেওয়া হবে। শ্রেয়স অসাধারণ ক্রিকেটার। জানি না কী কারণে ওকে টেস্ট দলে নেওয়া হয়নি। নির্বাচক এবং কোচের উচিত এটা নিয়ে ভাবা।”