লর্ডস টেস্টের প্রথম দিন ২৫১ রান তুলেছে ইংল্যান্ড। ওভার প্রতি ৩.০২ রান তুলেছেন বেন স্টোকসেরা। যা একেবারেই ইংল্যান্ডের ‘বাজ়বল’ ক্রিকেটের সঙ্গে মানানসই নয়। ইংরেজ ব্যাটারদের রক্ষণাত্মক খেলা দেখে রসিকতার সুযোগ হাতছাড়া করেননি শুভমন গিল। ভারতীয় দলের অধিনায়কের পাশাপাশি খোঁচা দিয়েছেন মহম্মদ সিরাজও।
ভারতের বিরুদ্ধে প্রথম দু’টি টেস্টেও আগ্রাসী ক্রিকেট খেলার চেষ্টা করেছিলেন স্টোকসেরা। এজবাস্টনে ৩৩৬ রানে হারের ধাক্কায় গুটিয়ে গিয়েছেন তাঁরা। লর্ডসের ২২ গজে ইংরেজ ব্যাটারদের অবস্থা দেখে মজা করার সুযোগ হাতছাড়া করেননি শুভমন। বৃহস্পতিবার খেলার মাঝে সতীর্থদের উদ্দেশে ভারতীয় দলের অধিনায়ক বলেন, ‘‘বন্ধুরা, আর বিনোদনমূলক ক্রিকেট নয়। বিরক্তিকর টেস্ট ক্রিকেটে আবার স্বাগত বন্ধুরা।’’ সতীর্থদের উদ্দেশে বললেও শুভমনের আসল লক্ষ্য ছিলেন প্রতিপক্ষ দলের ব্যাটারেরাই। সিরাজ এত রাখঢাক করেননি। বল করে ফলোথ্রু-তে জো রুটের কাছে এগিয়ে যান। হাসতে হাসতে তিনি বলেন, ‘‘বাজ়বল কোথায় গেল? বাজ় বাজ় বাজ়বল খেল। আমি দেখতে চাই।’’ দু’জনের কথাই ধরা পড়েছে স্টাম্প মাইক্রোফোনে। ম্যাচের এই দুই অংশের ভিডিয়ো ভাইরাল হয়েছে সমাজমাধ্যমে।
আরও পড়ুন:
ব্রেন্ডন ম্যাকালাম ইংল্যান্ডের টেস্ট দলের দায়িত্ব নেওয়ার পর স্টোকসদের আগ্রাসী মানসিকতা নিয়ে খেলার পরামর্শ দেন। ব্যাট বা বল হাতে প্রতিপক্ষকে কোণঠাসা করে দেওয়াই লক্ষ্য তাঁর। ম্যাকালামের ডাক নাম ‘বাজ়’। সেই সূত্রেই তাঁর আগ্রাসী ক্রিকেট দর্শনের নাম হয়েছে ‘বাজ়বল’। ম্যাকালাম জমানায় ইংল্যান্ড টেস্ট ক্রিকেটেও ওভার প্রতি প্রায় সাড়ে চার-পাঁচ রান তোলে। প্রায় এক দিনের মেজাজে টেস্টে ব্যাট করেন ইংরেজ ব্যাটারেরা। অথচ বৃহস্পতিবার লর্ডসের চেনা ২২ গজে অলি পোপ, রুটেরা মন্থর ব্যাটিং করেছেন। উইকেট বাঁচিয়ে রক্ষণাত্মক মানসিকতা নিয়ে খেলেছেন। যা ‘বাজ়বল’ ক্রিকেটের বিপরীত চরিত্রের। কোচ ম্যাকালামের জমানায় যা ব্যতিক্রমী। তা দেখেই ইংল্যান্ডকে নিয়ে রসিকতা করেছেন ভারতের দুই ক্রিকেটার।