সময়টা ভাল যাচ্ছে না শুভমন গিল ও রবীন্দ্র জাডেজার। শুভমনের নেতৃত্বে ঘরের মাটিতে প্রথম বার নিউ জ়িল্যান্ডের বিরুদ্ধে দ্বিপাক্ষিক এক দিনের সিরিজ় হেরেছে ভারত। সেই সিরিজ়ে জাডেজার পারফরম্যান্সের সমালোচনা চলছে। ব্যাটে-বলে ব্যর্থ তিনি। এ বার ঘরোয়া ক্রিকেট খেলতে নেমেও হতাশ করলেন তাঁরা। পঞ্জাবের হয়ে দু’বলে শূন্য রানে আউট হলেন শুভমন। জাডেজা করলেন ৭ রান।
বৃহস্পতিবার থেকে রঞ্জিতে শুভমনের পঞ্জাবের বিরুদ্ধে খেলতে নেমেছে জাডেজার সৌরাষ্ট্র। প্রথম ইনিংসে ১৭২ রানে অল আউট হয়ে যায় সৌরাষ্ট্র। তাদের হয়ে পাঁচ নম্বরে ব্যাট করতে নামেন জাডেজা। ছ’বলে ৭ রান করে জস ইন্দরের বলে হরপ্রীত ব্রারের হাতে ক্যাচ দিয়ে ফেরেন জাডেজা। একটি চার মারেন তিনি।
সৌরাষ্ট্রের ইনিংসে ধস নামান হরপ্রীত। আইপিএলে পঞ্জাব কিংসের হয়ে খেলা স্পিনার নেন ৬ উইকেট। সৌরাষ্ট্রের হয়ে জয় গোহিল ৮২ রান করেন। প্রেরক মাঁকড় করেন ৩২ রান।
জবাবে পঞ্জাবের ব্যাটিং আক্রমণও সমস্যায় পড়ে। ওপেনার প্রভসিমরন সিংহ ৪৪ রান করলেও তিনি ফেরার পর নিয়মিত উইকেট পড়তে থাকে। জাতীয় দলে টেস্টে চার নম্বরে নামলেও পঞ্জাবের হয়ে পাঁচ নম্বরে নেমেছিলেন শুভমন। পার্থ ভূতের দ্বিতীয় বলে এলবিডব্লিউ হয়ে ফেরেন তিনি। ১৩৯ রানে অল আউট হয়ে যায় পঞ্জাব। পার্থ একাই ৫ উইকেট নিয়েছেন। বল হাতে ২ উইকেট পেয়েছেন জাডেজা।
আরও পড়ুন:
২০২৫ সালেই ভারতের টেস্ট দলের অধিনায়ক হয়েছেন শুভমন। তার পর এক দিনের দলেরও অভিনায়কত্ব পেয়েছেন তিনি। ২০২৫ সালে টেস্টে সর্বাধিক রানের মালিক শুভমন। কিন্তু সাদা বলের ক্রিকেটে ধারাবাহিকতা দেখাতে পারছেন না তিনি। টি-টোয়েন্টি দলে তাঁকে সহ-অধিনায়ক করা হয়েছিল। কিন্তু ধারাবাহিক ভাবে ব্যর্থ হওয়ায় টি-টোয়েন্টি বিশ্বকাপের দলে জায়গা পাননি শুভমন। এ বার ঘরোয়া ক্রিকেটেও রান পেলেন না তিনি।
অন্য দিকে এক দিনের ক্রিকেটে জাডেজার ফর্মও খুব খারাপ। টেস্টে ভাল খেললেও সাদা বলের ক্রিকেটে রান করতে পারছেন না জাডেজা। উইকেটও পাচ্ছেন না। ফলে মাঝের ওভারে সমস্যায় পড়ছে ভারতীয় দল। জল্পনা শুরু হয়েছে, এ বার এক দিনের ক্রিকেট থেকেও অবসর নিতে পারেন তিনি।