নির্বাচকেরা হয়তো ভবিষ্যতে মহম্মদ শামিকে আর জাতীয় দলে ডাকবেন না। তবে ভারতের তিন ফরম্যাটের দলেই শামির খেলার ক্ষমতা রয়েছে বলে মনে করেন সৌরভ গঙ্গোপাধ্যায়। তাঁর মতে, শামি এখন পুরোপুরি ফিট এবং অসাধারণ বল করছেন।
শহরের এক অনুষ্ঠানে হাজির হয়ে সৌরভ বলেন, “শামি অসাধারণ বল করছে। ও ফিট এবং তিনটে রঞ্জি ট্রফির ম্যাচেই সেটা বোঝা গিয়েছে। বাংলাকে নিজের হাতে জিতিয়েছে। আমি নিশ্চিত নির্বাচকেরা ওর দিকে নজর রাখছেন। শামি এবং নির্বাচকদের মধ্যে কথাবার্তা নিশ্চয়ই হচ্ছে। যদি আমাকে জিজ্ঞাসা করেন, ফিটনেস এবং দক্ষতার দিক থেকে শীর্ষে রয়েছে শামি। আমি জানি না কেন ওকে টেস্ট, টি-টোয়েন্টি বা এক দিনের দলে নেওয়া হবে না। ওর দক্ষতা প্রশ্নাতীত।”
দক্ষিণ আফ্রিকা সিরিজ়ে সুযোগ পাননি শামি। এর পর আগামী ছ’মাসে ভারতের আর কোনও টেস্ট নেই। ফলে শামি শেষ টেস্ট খেলে ফেলেছেন বলেই মনে করছেন অনেকে। সৌরভ অবশ্য শামিকে এখনও দলে দেখতে চান।
দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম টেস্টে এক ক্রিকেটারকে প্রথম একাদশে দেখতে চান সৌরভ। তিনি ধ্রুব জুরেল। সৌরভ বলেছেন, “দারুণ খেলছে তাই না? পন্থ ফিরে এসেছে। আমি জানি না নির্বাচকেরা কী ভাবছেন। আসলে দলে জায়গা খুব কম। দুই ওপেনার, চারে শুভমন, পাঁচে পন্থ। তা ছাড়া রাহুল, জাডেজা রয়েছে। কী ভাবে জুরেলকে জায়গা দেওয়া যায় সেটা নির্বাচকদেরই ভাবতে হবে।”
আরও পড়ুন:
সৌরভের মতে, তিনে সাই সুদর্শনের জায়গায় জুরেলকে খেলানো যেতে পারে। তিনি বলেছেন, “কাকে তিনে পাঠাতে চান নির্বাচকেরা সেটাও দেখতে হবে। সুদর্শনই থাকবে না কি ফর্মে থাকা জুরেলকে খেলানো হবে সেটাই। তবে সিরিজ়ে ফেভারিট ভারতই। কারণ ভারতের স্পিন আক্রমণ খুবই ভাল। তিন মাস এই তরুণ দলটা ইংল্যান্ডে ভাল খেলে এসেছে। সিরিজ়টা দেখে ভাল লাগবে।”