ইডেন গার্ডেন্সেই হবে আইপিএলের ফাইনাল। অন্য মাঠে তা সরে যাবে না। আশা প্রকাশ করলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। তাঁর মতে, আচমকা ফাইনাল সরিয়ে দেওয়া সহজ নয়। সৌরভ অবাক হয়েছেন টেস্ট থেকে বিরাট কোহলির আচমকা অবসরেও।
আইপিএলের প্লে-অফের মাঠ এখনও জানায়নি বিসিসিআই। তবে অনেকেই মনে করছেন, বৃষ্টির কারণে ইডেন থেকে ফাইনাল সরিয়ে নিয়ে যাওয়া হবে অহমদাবাদে।
এ দিন শহরে এক অনুষ্ঠানে হাজির হয়ে সৌরভ বলেন, “আমরা চেষ্টা করছি ফাইনাল ইডেনে করার। বোর্ডের সঙ্গে কথা বলছি। এত সহজে ফাইনাল সরিয়ে নিয়ে যাওয়া যায়? ইডেনেই প্লে-অফ হবে। আশা করি দ্রুত সব সমস্যার সমাধান হয়ে যাবে। আমি খুবই আশাবাদী।”
ইডেন থেকে ফাইনাল সরবে এ কথা জানতে পেরে শুক্রবার প্রতিবাদ করেছিলেন কিছু সমর্থক। সৌরভের বক্তব্য, “প্রতিবাদ করে খুব একটা কিছু হয় না। বোর্ডের সঙ্গে সিএবি-র সম্পর্ক খুব ভাল। কলকাতায় লিগের ম্যাচ শেষ হয়ে গিয়েছে বলেই নতুন সূচিতে ইডেনের নাম নেই।”
আরও পড়ুন:
সম্প্রতি কয়েক দিনের ব্যবধানে টেস্ট থেকে অবসর নিয়েছেন রোহিত শর্মা এবং বিরাট কোহলি। দু’জনের সিদ্ধান্তেই অবাক সৌরভ। বলেছেন, “আমি জানি এটা ওদেরই সিদ্ধান্ত। কেউ কি নিজের ইচ্ছা ছাড়া খেলা ছাড়তে পারে? বিরাটের ক্রিকেটজীবন অসামান্য। একই কথা বলব রোহিতের ক্ষেত্রেও। তবে কোহলির অবসর আমায় অবাক করেছে।”
শুভমন গিল বা ঋষভ পন্থকে টেস্ট দলের অধিনায়ক করার ভাবনাচিন্তা চলছে। সৌরভের মতে, নির্বাচকদের সতর্ক থাকা উচিত। তাঁর কথায়, “নির্বাচকদের বুঝেশুনে পা ফেলা উচিত। পক্ষে-বিপক্ষে অনেক বিষয় রয়েছে। ওদের দীর্ঘমেয়াদি ভাবনাচিন্তা করা উচিত। নির্বাচকেরা কী করবে সেটা ওদেরই ভাবতে দিন। বুমরাহের চোট পাওয়ার প্রবণতা রয়েছে। সেটাও ভাবতে হবে।”