দক্ষিণ আফ্রিকার নতুন নজির টেস্ট ক্রিকেটে। ছবি: এএফপি।
বাংলাদেশের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে নিজেদের ১৪ বছরের পুরনো রেকর্ড ভাঙল দক্ষিণ আফ্রিকা। চট্টগ্রাম টেস্টে এডেন মার্করামেরা ১৭টি ছক্কা মেরেছেন। এর আগে কোনও টেস্ট ইনিংসে দক্ষিণ আফ্রিকার ব্যাটারেরা এত ছক্কা মারতে পারেননি।
২০১০ সালে ওয়েস্ট ইন্ডিজ়ের বিরুদ্ধে টেস্টের এক ইনিংসে ১৫টি ছয় মেরেছিলেন দক্ষিণ আফ্রিকার ক্রিকেটারেরা। এত দিন পর্যন্ত কোনও টেস্ট ইনিংসে সেটাই ছিল দক্ষিণ আফ্রিকার সব চেয়ে বেশি ছয়। বাংলাদেশের বিরুদ্ধে চট্টগ্রাম টেস্টের প্রথম ইনিংসে ১৭টি ছয় মেরে নতুন রেকর্ড গড়লেন প্রোটিয়ারা।
দক্ষিণ আফ্রিকার ব্যাটারদের মধ্যে টোনি ডে জ়োরজ়ি ৪টি, ট্রিস্টান স্টাবস ৩টি, ডেভিড বেডিংহ্যাম ৪টি, উইয়ান মুলডার ৪টি এবং সেনুরান মুথুস্বামী ২টি ছয় মেরেছেন। জ়োরজ়ির ১৭৭, স্টাবসের ১০৬ এবং মুলডারের অপরাজিত ১০৫ রানের ইনিংসের সুবাদে দক্ষিণ আফ্রিকা ৬ উইকেটে ৫৭৫ রান তুলে ডিক্লেয়ার করেছে। জবাবে টেস্টের দ্বিতীয় দিনের শেষে বাংলাদেশের প্রথম ইনিংসের রান ৪ উইকেটে ৩৮।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy