ভারতকে হারিয়ে রিচা ঘোষ এবং ভারতীয় দলের বিরুদ্ধে ইচ্ছা করে চোট পাওয়ার ভান করার অভিযোগ আনল দক্ষিণ আফ্রিকা। বৃহস্পতিবারের ম্যাচের নায়ক নাদিন ডি ক্লার্ক খেলার পর এই অভিযোগ করেন।
৫৪ বলে ৮৪ রানের ম্যাচ জেতানো ইনিংস খেলা ডি ক্লার্ক বলেন, বাংলার রিচার সত্যিই পায়ে টান ধরেছিল কি না, তা নিয়ে তাঁর সন্দেহ আছে। তাঁর অভিযোগ, দক্ষিণ আফ্রিকার ছন্দ নষ্ট করে দেওয়ার জন্য রিচা ইচ্ছা করে চোটের ভান করেছিলেন।
দক্ষিণ আফ্রিকার রান তাড়া করার সময় ৪৭তম ওভারে নাটকের সূত্রপাত। ওই ওভারে ক্রান্তি গৌড়ের প্রথম তিনটি বলে দুটি ছক্কা এবং একটি চার মারেন ডি ক্লার্ক। তার পরেই দেখা যায়, উইকেটরক্ষক রিচার কিছু সমস্যা হচ্ছে। তাঁর চিকিৎসার জন্য খেলা বন্ধ রাখতে হয়। অধৈর্য হয়ে ডি ক্লার্ক আম্পায়ারের কাছে অভিযোগ জানান। ততক্ষণে রিচা মাঠে শুয়ে পড়েছেন। নন-স্ট্রাইকারে থাকা আয়াবোঙ্গা খাকা এগিয়ে এসে ডি ক্লার্ককে থামান। খেলা শুরু হওয়ার পর গৌড়ের পরের তিনটি বলে কোনও রান হয়নি। দক্ষিণ আফ্রিকার ছন্দ নষ্ট হয়।
এই নিয়ে ডি ক্লার্ক বলেন, ‘‘সত্যিই কিছু হয়েছে কি না, তা নিয়ে আমাদের মধ্যে প্রশ্ন তৈরি হয়েছিল। আমাদের মনে হয়েছিল যে, ভারত খেলাটাকে মন্থর করে দেওয়ার জন্য এবং আমাদের ছন্দ নষ্ট করার জন্য একটা কৌশল নিয়েছিল।’’
কিন্তু ভারতের কৌশল যে কাজে লাগেনি, সে কথা জানিয়ে ডি ক্লার্ক বলেন, ‘‘শেষ পর্যন্ত আমরাই লাভবান হলাম। আমরাও কিছুটা গুছিয়ে নেওয়ার সুযোগ পেয়েছিলাম। তবে আমরা জানতাম এটা ভারতের কৌশল ছিল। বিশেষ করে ওই ওভারটা আমরা দারুণ শুরু করার পর। কিন্তু আমাদের উপকারই হয়েছে।’’
রিচার ৯৪ রানের ইনিংসের সুবাদে ভারত প্রথমে ২৫১ রান তোলে। দক্ষিণ আফ্রিকা ৭ বল বাকি থাকতে ৩ উইকেটে জিতে যায়।