Advertisement
১০ মে ২০২৪
south africa

10 wickets in an inning: ইনিংসে ১০ উইকেট, অনিল কুম্বলের কীর্তির স্মৃতি ফিরল ক্রিকেট মাঠে, তৈরি হল বিরল নজির

সাউথ ওয়েস্টার্নের স্পিনার স্যাম হোয়াইটহেড ৩৬ রান দিয়ে ১০ উইকেট নেন। দক্ষিণ আফ্রিকার ঘরোয়া ক্রিকেটের গত ১১৫ বছরে এটিই সেরা বোলিং।

অনিল কুম্বলে।

অনিল কুম্বলে। —ফাইল চিত্র

নিজস্ব প্রতিবেদন
কলকাতা শেষ আপডেট: ২১ নভেম্বর ২০২১ ১৭:১১
Share: Save:

ক্রিকেটে বিরল নজির তৈরি হল শনিবার। ইনিংসের ১০টি উইকেটই নিলেন একজন বোলার। এই নজির তৈরি হল দক্ষিণ আফ্রিকার ঘরোয়া ক্রিকেটে দ্বিতীয় ডিভিশনে।

সাউথ ওয়েস্টার্ন ডিস্ট্রিক্টের খেলা ছিল ইস্টার্ন স্টর্মের বিরুদ্ধে। সাউথ ওয়েস্টার্নের স্পিনার স্যাম হোয়াইটহেড ৩৬ রান দিয়ে ১০ উইকেট নেন। দক্ষিণ আফ্রিকার ঘরোয়া ক্রিকেটের গত ১১৫ বছরে এটিই সেরা বোলিং।

২০১৬ সালে বাংলাদেশে যে অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপ হয়েছিল, সেখানে দক্ষিণ আফ্রিকা দলে ছিলেন হোয়াইটহেড। সব মিলিয়ে এই ম্যাচে দারুণ খেলেন তিনি। প্রথম ইনিংসে ৬৪ রান দিয়ে ৫ উইকেট নেন। ব্যাট হাতে দুই ইনিংসে ৬৬ ও ৪৫ রান করেন। এরপর বল হাতে দ্বিতীয় ইনিংসে ১০ উইকেট নেন।

ইস্টার্ন স্টর্মের সামনে দ্বিতীয় ইনিংস জেতার জন্য ১৮৬ রানের লক্ষ্য ছিল। হোটাইটহেডের দাপটে তারা ৬৫ রানে শেষ হয়ে যায়।

দক্ষিণ আফ্রিকার ঘরোয়া ক্রিকেটের ইতিহাসে এটি দ্বিতীয় সেরা বোলিং। রেকর্ড লেগ স্পিনার বার্ট ভোগলারের। ১৯০৬ সালে ইস্টার্ন প্রভিন্সের হয়ে গ্রিকাল্যান্ড ওয়েস্টের বিরুদ্ধে ২৬ রানে ১০ উইকেট নিয়েছিলেন ভোগলার।

টেস্ট ক্রিকেটে এই কৃতিত্ব দু’জনের আছে। ইংল্যান্ডের জিম লেকার ও ভারতের অনিল কুম্বলে টেস্টে ইনিংসে ১০ উইকেট নিয়েছিলেন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

south africa Anil Kumble
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE