Advertisement
E-Paper

এক টেস্টে শুভমনের ৪৩০ রান, পর দিনই ভারত অধিনায়ককে চ্যালেঞ্জের মুখে ফেলে দিলেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক

অধিনায়ক হিসাবে বিশ্বরেকর্ড গড়লেন দক্ষিণ আফ্রিকার উইয়ান মুল্ডার। অধিনায়ক হিসাবে অভিষেক ইনিংসে ত্রিশতরান করেছেন তিনি। এই কীর্তি বিশ্বের আর কোনও অধিনায়কের নেই।

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ০৭ জুলাই ২০২৫ ১৪:৫৯
South Africa’s Wiaan Mulder scores highest runs in debut innings as captain

(বাঁ দিকে) শুভমন গিল ও উইয়ান মুল্ডার (ডান দিকে)। —ফাইল চিত্র।

এজবাস্টনে এক টেস্টের দুই ইনিংস মিলিয়ে ৪৩০ রান করেছেন শুভমন গিল। ভারতীয় ব্যাটারদের মধ্যে এক টেস্টে সর্বাধিক রান করেছেন তিনি। পর দিনই তাঁকে চ্যালেঞ্জের মুখে ফেলে দিয়েছেন উইয়ান মুল্ডার। দক্ষিণ আফ্রিকার অধিনায়ক হিসাবে প্রথম ইনিংসেই ত্রিশতরান করেছেন তিনি। এই কীর্তি বিশ্বের আর কোনও অধিনায়কের নেই।

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অন্তর্গত না হওয়ায় জ়িম্বাবোয়ের বিরুদ্ধে খেলছেন না দক্ষিণ আফ্রিকার অধিনায়ক টেম্বা বাভুমা। তাঁর বদলে মুল্ডার অধিনায়ক হয়েছেন। বাভুমার তিন নম্বরেই ব্যাট করতে নেমেছেন তিনি। তাঁকে থামাতে পারেননি জ়িম্বাবোয়ের বোলারেরা। ২৯৭ বলে ৩০০ রান করেছেন তিনি। দ্রুততম ত্রিশতরানের রেকর্ড রয়েছে বীরেন্দ্র সহবাগের দখলে। ভারতের ক্রিকেটার চেন্নাইয়ে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধেই ২৭৮ বলে ৩০০ করেছিলেন।

দ্রুততম ত্রিশতরান করতে না পারলেও অধিনায়ক হিসাবে প্রথম ইনিংসে সর্বাধিক রানের রেকর্ড গড়েছেন তিনি। এর আগে অধিনায়ক হিসাবে প্রথম ইনিংসে সর্বাধিক রানের রেকর্ড ছিল নিউ জ়িল্যান্ডের গ্রাহাম ডৌলিংয়ের দখলে। ১৯৬৮ সালে ভারতের বিরুদ্ধে ২৩৯ রান করেছিলেন তিনি। সেই রেকর্ড অনেক আগেই ভেঙে ফেলেছেন মুল্ডার।

এই প্রতিবেদন লেখার সময়েও মুল্ডার ব্যাট করছেন। সবে টেস্টে দ্বিতীয় দিনের খেলা চলছে। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ম্যাচ না হওয়ায় এই টেস্টের ফলাফলের কোনও গুরুত্ব নেই। তাই মুল্ডারের কাছে সুযোগ রয়েছে ৪০০ রান করার। ব্রায়ান লারার বিশ্বরেকর্ড ভেঙে দেওয়ার। তেমনটা হলে তিনি এমন এক নজির গড়বেন, যা ভাঙা কঠিন হয়ে পড়বে বাকিদের।

South Africa Cricket Team Shubman Gill
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy