গত ৩ জানুয়ারি তিনি অবসরের সিদ্ধান্ত ঘোষণা করেছিলেন। তার দশ দিনের মধ্যেই সিদ্ধান্ত বদলে ফেললেন শ্রীলঙ্কার ক্রিকেটার ভানুকা রাজাপক্ষ। বৃহস্পতিবার তিনি জানিয়ে দিলেন, দেশের হয়ে আবার খেলতে চান। শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডকে তাঁর অবসরের সিদ্ধান্ত প্রত্যাহারের কথা জানিয়ে দিয়েছেন।
অবসরের কারণ হিসেবে পারিবারিক সমস্যার কথা উল্লেখ করেছিলেন রাজাপক্ষ। তবে কম বয়সেই যে ভাবে ক্রিকেট থেকে তিনি সরে গিয়েছিলেন তা অবাক করেছিল অনেককেই। এখন অবসরের সিদ্ধান্ত প্রত্যাহার করায় শ্রীলঙ্কার হয়ে সব ফরম্যাটে খেলতে আর কোনও অসুবিধা নেই তাঁর। রাজাপক্ষের প্রত্যাবর্তনের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন শ্রীলঙ্কা বোর্ডের প্রশাসক রোশন আবেসিংহে।