Advertisement
E-Paper

অন্যায় হয়েছে, ভারতীয় ক্রিকেটের গায়েই কালি লাগল! কনকাশন-বিতর্কে সমালোচনা গাওস্করের

পুণেয় শিবম দুবের কনকাশন পরিবর্ত হিসাবে খেলানো হয়েছিল হর্ষিত রানাকে। এই সিদ্ধান্ত মানতে পারছেন না সুনীল গাওস্কর। ম্যাচ রেফারি জভগল শ্রীনাথকে নিশানা করেছেন আর এক ম্যাচ রেফারি।

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ০৩ ফেব্রুয়ারি ২০২৫ ১৩:৪১
cricket

সুনীল গাওস্কর। —ফাইল চিত্র।

কনকাশন-বিতর্ক বেড়েই চলেছে। পুণেয় শিবম দুবের কনকাশন পরিবর্ত হিসাবে খেলানো হয়েছিল হর্ষিত রানাকে। তিনি ৩ উইকেট নিয়ে দলকে ম্যাচ জেতাতে বড় ভূমিকা নেন। সেই সঙ্গে সিরিজ়ও জেতে ভারত। শিবমের পরিবর্ত হিসাবে হর্ষিতকে খেলানোর সিদ্ধান্ত মানতে পারছেন না সুনীল গাওস্কর। পাশাপাশি ম্যাচ রেফারি জভগল শ্রীনাথকে নিশানা করেছেন আর এক ম্যাচ রেফারি ক্রিস ব্রড।

গাওস্কর জানিয়েছেন, চালাকি করে ম্যাচ জেতার কোনও দরকার ছিল না ভারতের। তিনি বলেন, “পুণে ম্যাচে শিবম শেষ পর্যন্ত ব্যাট করল। ওর হেলমেটে বল লাগার পরেও উঠে গেল না। তা হলে কী ভাবে ওর কনকাশন পরিবর্ত নামানো যায়? যদি ও সঙ্গে সঙ্গে উঠে যেত তা হলে বিষয়টা মানা যেত। ওর কনকাশন পরিবর্ত নামানোর সিদ্ধান্তই ভুল। যদি শিবমের পেশিতে টান লাগত, তা হলে নয় ওর পরিবর্ত নামানো যেত। তবে সে শুধু ফিল্ডিং করত। বল নয়।”

হর্ষিতকে বল করতে নামিয়ে ভারত অন্যায় ভাবে সুবিধা নিয়েছে বলে মনে করেন গাওস্কর। তাতে আখেরে ভারতীয় ক্রিকেটের গায়েই কালি লেগেছে। গাওস্করের কথায়, “আইসিসির নিয়মে আছে, উপযুক্ত পরিবর্ত নামাতে হবে। শিবম ও হর্ষিতের মধ্যে একমাত্র দৈহিক উচ্চতা ও ফিল্ডিংয়ের মান ছাড়া কোও মিল নেই। ইংল্যান্ডের তো খারাপ লাগবেই। ওদের সঙ্গে অন্যায় হয়েছে। ভারতীয় দল দুর্দান্ত। ওদের এ ভাবে চালাকি করে ম্যাচ জেতার দরকার নেই। এতে ভারতীয় ক্রিকেটের গায়েই কালি লাগল।”

ম্যাচ শেষে ভারতের বোলিং কোচ মর্নি মর্কেল জানিয়েছিলেন, তাঁরা ম্যাচ রেফারি শ্রীনাথের কাছে হর্ষিতের নাম জমা দিয়েছিলেন। শ্রীনাথ অনুমতি দিয়েছিলেন। সেই শ্রীনাথও বিতর্কে জড়িয়েছেন। ইংল্যান্ডের অধিনায়ক জস বাটলার জানিয়েছিলেন, তাঁরা ম্যাচ রেফারি শ্রীনাথকে প্রশ্ন করতে চান, কোন যুক্তিতে হর্ষিতকে অনুমতি তিনি দিলেন? তবে কি ভারতীয় ম্যাচ রেফারি হিসাবে ভারতকে বেশি সুবিধা তিনি দিলেন? সেই ইঙ্গিত মিলেছে ব্রডের কথায়। তিনি নিজেও ম্যাচ রেফারি। ফলে তাঁর অভিযোগ উড়িয়ে দেওয়া যাচ্ছে না।

সমাজমাধ্যমে কেভিন পিটারসেনের একটি কথার জবাবে ব্রড লেখেন, “একজন ভারতীয় ম্যাচ রেফারি কী ভাবে ভারতীয় ক্রিকেটারের পরিবর্ত নিয়ে সিদ্ধান্ত নিল? নিরপেক্ষ ম্যাচ রেফারি থাকা উচিত।” এই প্রসঙ্গে আইসিসিকেও নিশানা করেছেন ব্রড। তাঁর কথায়, “এই ধরনের পরিস্থিতি যাতে না হয় তার জন্যই তো নিরপেক্ষ ম্যাচ রেফারির প্রয়োজন। তা হলে আইসিসি কেন সেই পুরনো দিনে ফিরে যাচ্ছে, যেখানে পক্ষপাত ও দুর্নীতি লেগেই থাকত।” এখন দেখার এই লাগাতার অভিযোগের পর ভারতীয় দল কোনও জবাব দেয় কি না।

Sunil Gavaskar India Cricket Javagal Srinath Concussion Substitute Shivam Dube Harshit Rana
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy