Advertisement
০৪ মে ২০২৪
Sunil Gavaskar

রোহিতদের ‘অজুহাত’ নিয়ে প্রশ্ন গাওস্করের, ‘এই ওয়েস্ট ইন্ডিজ়কে হারিয়ে গর্ব করার কিছু নেই’

টেস্ট বিশ্বকাপের ফাইনালে হারের জ্বালা এখনও ভুলতে পারছেন না সুনীল গাওস্কর। তাই ওয়েস্ট ইন্ডিজ়ের বিরুদ্ধে প্রথম টেস্টে ইনিংসে জেতার পরেও রোহিত শর্মাদের সমালোচনা করেছেন তিনি।

Rohit Sharma

রোহিত শর্মা। —ফাইল চিত্র

আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ১৭ জুলাই ২০২৩ ১৩:১৮
Share: Save:

ওয়েস্ট ইন্ডিজ়কে প্রথম টেস্টে ইনিংস ও ১৪১ রানে হারিয়েছে ভারত। কিন্তু তাতে গর্ব করার কিছু নেই বলে মনে করেন ভারতের প্রাক্তন ক্রিকেটার সুনীল গাওস্কর। বরং বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে হারের ধাক্কা এখনও ভুলতে পারছেন না গাওস্কর। রোহিত শর্মাদের হারের ‘অজুহাত’ নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি।

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে হারের পরে রোহিত জানিয়েছিলেন, অস্ট্রেলিয়ার বিরুদ্ধে খেলতে নামার আগে অনুশীলনের পর্যাপ্ত সময় তাঁরা পাননি। ম্যাচের অন্তত ২০-২৫ দিন আগে ইংল্যান্ডে পৌঁছতে পারলে সুবিধা হত। রোহিতের এই কথা নিয়েই প্রশ্ন তুলেছেন গাওস্কর। তিনি বলেন, ‘‘ওরা কোন প্রস্তুতির কথা বলছে? আসল কথা হল, দলের সিনিয়র ক্রিকেটারেরাই আগে থেকে যায় না। কারণ, ওরা জানে, দলে ওদের জায়গা পাকা। কোনও সমস্যা হবে না। আবার আগে গিয়ে যদি ওরা হারত, তা হলে ক্লান্তির কথা বলত। সবই অজুহাত। নিজেদের পৃথিবীর সব থেকে ফিট ক্রিকেটার বলে দাবি করে ওরা। তা হলে কী ভাবে অল্পেই ক্লান্ত হয়ে যায়?’’

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের আগে ভারতীয় দল কোনও প্রস্তুতি ম্যাচই খেলেনি। কিন্তু খেলার অন্তত ১৫ দিন আগে ইংল্যান্ডে গিয়ে প্রস্তুতি ম্যাচ খেললে তার ফল অন্য রকম হতে পারত বলে জানিয়েছেন গাওস্কর। তিনি বলেন, ‘’১৫ দিন আগে গিয়ে দুটো প্রস্তুতি ম্যাচ খেলা উচিত ছিল। অনেক তরুণ ক্রিকেটার আছে যারা প্রস্তুতি ম্যাচে ভাল খেললে প্রথম একাদশে সুযোগ পেতে পারত। কিন্তু নিজেদের প্রতিভা দেখানোর সুযোগই ওরা পেল না। এতে দলেরই ক্ষতি হল।’’

ওয়েস্ট ইন্ডিজ়ের বিরুদ্ধে সিরিজ় শুরুর ন’দিন আগে সে দেশে গিয়ে প্রস্তুতি নিয়েছে ভারত। কিন্তু ওয়েস্ট ইন্ডিজ় দলের এখন যা অবস্থা তাতে কোনও প্রস্তুতির দরকার হয় না বলেই মনে করেন গাওস্কর। তিনি বলেন, ‘‘এই ওয়েস্ট ইন্ডিজ় দলের বিরুদ্ধে ম্যাচ শুরুর আগের দিন গেলেও জিততে অসুবিধা হবে না। তাই ওদের হারিয়ে গর্ব করার মতো কিছু নেই। হারাতে হলে অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, নিউ জ়িল্যান্ডকে হারাতে হবে। তবেই সবাই মনে রাখবে।’’

ওয়েস্ট ইন্ডিজ়ের বিরুদ্ধে বৃহস্পতিবার থেকে দ্বিতীয় টেস্ট খেলতে নামবে ভারত। তার পরে তিনটি এক দিনের ম্যাচ ও পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ় খেলবে দু’দল।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Sunil Gavaskar Rohit Sharma India Cricket
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE