টি২০ বিশ্বকাপ শেষ হওয়ার পরেই ক্ষোভ প্রকাশ করলেন ভারতের প্রাক্তন অধিনায়ক সুনীল গাওস্কর। তাঁর মতে, রাতের খেলায় শিশিরের কারণে টস খুব গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। যে দল পরে ব্যাট করছে তারা অনেক সুবিধা পাচ্ছে। আইসিসি-কে এই বিষয়ে নজর দেওয়ার দাবি জানিয়েছেন তিনি।
একটি সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে গাওস্কর বলেন, ‘‘ফাইনাল চলাকালীন ধারাভাষ্যকাররা বলছিলেন মাঠে খুব বেশি শিশির পড়ছে না। তাই আমার মনে হয় ফাইনালে শিশির খুব বেশি প্রভাব ফেলেনি। কিন্তু এর আগের ম্যাচগুলিতে শিশির বড় প্রভাব ফেলেছে। এই বিষয়ে নজর দেওয়া উচিত।’’