রোহিত শর্মা, বিরাট কোহলিদের পথেই হাঁটলেন সূর্যকুমার যাদব। লাল বলের ক্রিকেটে ফিরে রান পেলেন না তিনি। ইডেনে হরিয়ানার বিরুদ্ধে ব্যর্থ ভারতের টি-টোয়েন্টি দলের অধিনায়ক। তবে ঘরোয়া ক্রিকেটে আরও একটি শতরান করেছেন জাতীয় দলে ‘ব্রাত্য’ করুণ নায়ার।
কলকাতার ইডেন গার্ডেন্সে কোয়ার্টার ফাইনাল খেলছে হরিয়ানা ও মুম্বই। সেখানে প্রথমে ব্যাট করতে নামে মুম্বই। দলের টপ ও মিডল অর্ডার ব্যর্থ। ইডেনের উইকেটে পেসারেরা সুবিধা পান। তা কাজে লাগান হরিয়ানার জোরে বোলারেরা। মুম্বইয়ের অধিনায়ক অজিঙ্ক রাহানে শুরুটা ভাল করেছিলেন। কিন্তু ৩১ রান করে আউট হন তিনি।
চার নম্বরে ব্যাট করতে নেমেছিলেন সূর্য। মাত্র পাঁচ বল খেলেন তিনি। করেন ৯ রান। প্রথম চারটি বলের মধ্যে দু’টি চার মেরেছিলেন সূর্য। কিন্তু টি-টোয়েন্টি ও লাল বলের ক্রিকেটের তফাতটা বুঝতে পারলেন তিনি। সুমিত কুমারের বলে বোল্ড হয়ে ফেরেন। কয়েক দিন আগে রঞ্জিতে নেমে রেলওয়েজ়ের হিমাংশু সাঙ্গওয়ানের বলে ঠিক একই ভাবে ব্যাট-প্যাডের ফাঁক দিয়ে বোল্ড হয়েছিলেন বিরাট কোহলি। সেই ছবিই আরও এক বার দেখা গেল। এ বার কোহলির বদলে আউট হলেন সূর্য।
আরও এক জাতীয় দলের ক্রিকেটার শিবম দুবেও রান পাননি। শুরুটা করেছিলেন তিনি। কিন্তু ২৮ রান করে আউট হন। মুম্বইকে সামলায় দুই অলরাউন্ডার শামস মুলানি ও তনুশ কোটিয়ান। ১১৩ রানে ৭ উইকেট পড়ে যাওয়ার পর ১৬৫ রানের জুটি গড়েন দু’জনে। তাঁদের সমস্যায় ফেলতে পারেননি হরিয়ানার বোলারেরা। নীচের সারির দুই ব্যাটার আবার দেখালেন, কেন মুম্বই ঘরোয়া ক্রিকেটে এত সফল দল। যে কোনও পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে পারে তারা। শতরানের দিকে এগোচ্ছিলেন মুলানি। কিন্তু ৯১ রানের মাথায় আউট হন তিনি। প্রথম দিনের শেষে মুম্বইয়ের রান ৮ উইকেটে ২৭৮। তনুশ ৮৫ রানে অপরাজিত রয়েছেন। দ্বিতীয় দিন শতরান করতে পারেন তিনি।
আরও পড়ুন:
অন্য কোয়ার্টার ফাইনালে বিদর্ভের মুখোমুখি হয়েছে তামিলনাড়ু। প্রথমে ব্যাট করে দিনের শেষে ৬ উইকেট হারিয়ে ২৬৪ রান বিদর্ভের। তাদেরও টপ অর্ডার রান পায়নি। দলকে সামলেছেন করুণ। ১৮০ বলে ১০০ রান করে অপরাজিত রয়েছেন তিনি। প্রথম শ্রেণির ক্রিকেটে এই মরসুমে এটি করুণের তৃতীয় শতরান। তাঁকে সঙ্গ দিয়েছেন দানিশ মালেওয়ার। ৭৫ রান করেছেন তিনি। ঘরোয়া ক্রিকেটে চলতি মরসুমে দুর্দান্ত ছন্দে করুণ। একের পর এক ম্যাচে বড় রান করছেন তিনি। কিন্তু তার পরেও জাতীয় দলে ব্রাত্য তিনি। সুযোগ পাচ্ছেন না। তবে নিজের কাজ করে চলেছেন এই ডানহাতি ব্যাটার।
রঞ্জির তৃতীয় কোয়ার্টার ফাইনালে জম্মু-কাশ্মীরের বিরুদ্ধে খেলছে কেরল। প্রথমে ব্যাট করে জম্মু-কাশ্মীরের রান ৮ উইকেটে ২২৮। কোনও ব্যাটারই অর্ধশতরান করতে পারেননি। নির্দিষ্ট ব্যবধানে উইকেট পড়েছে। ফলে বড় রান হয়নি। অন্য দিকে গুজরাতের বিরুদ্ধে প্রথমে ব্যাট করে ২১৬ রানে অল আউট হয়ে গিয়েছে সৌরাষ্ট্র। রান পাননি চেতেশ্বর পুজারা। ২৬ রান করেছেন তিনি। একমাত্র চিরাগ জানি (৬৯) বড় রান করেছেন। জবাবে দিনের শেষে বিনা উইকেট হারিয়ে ২১ রান করেছে গুজরাত।