শনিবার থেকে ইডেন গার্ডেন্সে রঞ্জি ট্রফির কোয়ার্টার ফাইনালে খেলবে মুম্বই এবং হরিয়ানা। মুম্বইয়ের তারকাখচিত দলে রয়েছেন ভারতের টি-টোয়েন্টি অধিনায়ক সূর্যকুমার যাদব, শিবম দুবে, অজিঙ্ক রাহানের মতো তারকা ক্রিকেটার। সেই সূর্যকুমার শুক্রবার অনুশীলনে নেমে মুগ্ধ হলেন বাংলার এক বোলারকে দেখে।
মুম্বইয়ের নেটে বল করছিলেন প্রিয়াংশু পটেল। বাঁ হাতি স্পিন করেন। বাংলার অনূর্ধ্ব-২৩ দলের সদস্য। তাঁর বোলিং দেখে অবাক হয়ে যান সূর্য। মাঠেই প্রিয়াংশুর প্রশংসা করেন। শুধু তা-ই নয়, ছবিও তোলেন বাংলার এই বোলারের সঙ্গে। প্রিয়াংশু ক্লাব স্তরে পাইকপাড়ার হয়ে খেলেন। অতীতেও বাংলার নেটে বল করার অভিজ্ঞতা রয়েছে। ছবি তুলেছেন যশস্বী জয়সওয়াল, রবীন্দ্র জাডেজাদের সঙ্গেও।
মুম্বইয়ের এ দিন ঐচ্ছিক অনুশীলন ছিল। আড্ডার ছলে জানান, ইডেন কাউকে খালি হাতে ফেরায় না। তিনিও এই মাঠেই ফর্মে ফেরার আশা করছেন। এ দিন ঘণ্টা দেড়েক অনুশীলন করে মুম্বই দল। হালকা গা ঘামান সূর্য, রাহানেরাও।
সূর্যের মতো ক্রিকেটারকে দলে পেয়ে খুশি মুম্বইয়ের বোলিং পরামর্শদাতা ধবল কুলকার্নি। তিনি বলেছেন, “ওর মতো সিনিয়র ক্রিকেটার এবং ভারতের অধিনায়ক দলের সঙ্গে থাকলে সেটা সব সময়েই বাড়তি অনুপ্রেরণার কাজ করে। দলের সবাই ওর দিকে তাকিয়ে রয়েছে। তরুণ ক্রিকেটারেরা ওর সঙ্গে সব সময় কথা বলছে। সূর্যকে পাশে পাওয়া তরুণ ক্রিকেটারদের কাছে একটা ভাল সুযোগ।”
আরও পড়ুন:
শুধু তা-ই নয়, ভারতের টি-টোয়েন্টি দলে নিয়মিত খেলা দুবেরও প্রশংসা করেছেন কুলকার্নি। বলেছেন, “গত বছর ও মুম্বইয়ের হয়ে ভাল খেলেছে। তাই ভারতীয় দলেও সুযোগ পেয়েছে। এখন বোলিংয়ের দিকে বাড়তি নজর দিচ্ছে। কারণ ভারতের টেস্ট দলেও শিবম জায়গা পেতে চায়।”