এ বারের মতো আর যোগ্যতা অর্জন পর্বের ম্যাচ খেলতে হবে না। আগামী টি-টোয়েন্টি বিশ্বকাপে সরাসরি খেলতে পারবে বাংলাদেশ। সঙ্গে শ্রীলঙ্কা, নামিবিয়া এবং স্কটল্যান্ড। এই চার দেশই এ বারের বিশ্বকাপ খেলার জন্য যোগ্যতা অর্জন করে সুপার ১২-য় সুযোগ পেয়েছে।
অস্ট্রেলিয়ায় পরের বছর হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। সেটি হবে ১৬ দলের। সেখানে ১২টি দল সরাসরি সুযোগ পেতে চলেছে। তার মধ্যে ক্রমতালিকা অনুযায়ী যোগ্যতা অর্জন করে ফেলেছে প্রথম ৮টি দল, যার মধ্যে রয়েছে ভারতও। রয়েছে শ্রীলঙ্কা, নামিবিয়া এবং স্কটল্যান্ডও। এ ছাড়াও বাকি চারটি দলকে যোগ্যতা অর্জনকারী ম্যাচ খেলতে হবে।