Follow us on

Download the latest Anandabazar app

© 2021 ABP Pvt. Ltd.

Advertisement

০৭ ডিসেম্বর ২০২১ ই-পেপার

T20 World Cup 2021: কোহলীদের মেন্টর ধোনি এ বার নতুন ভূমিকায়

নিজস্ব প্রতিবেদন
কলকাতা ২২ অক্টোবর ২০২১ ২২:১৯
মহেন্দ্র সিংহ ধোনি।

মহেন্দ্র সিংহ ধোনি।
ফাইল ছবি

কখনও তিনি ব্যাটারদের সঙ্গে, কখনও বোলারদের পাশে। টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতীয় দলের মেন্টর পদে নিযুক্ত হওয়ার পর থেকেই মহেন্দ্র সিংহ ধোনিকে দেখতে পাওয়া যাচ্ছে নতুন ভূমিকায়। শুক্রবার তাঁর আরও একটি রূপ দেখে নিল ক্রিকেটবিশ্ব। এ বার তিনি থ্রো-ডাউন বিশেষজ্ঞ হিসেবে দেখা দিলেন।

এমনিতে ভারতীয় দলে থ্রো-ডাউন বিশেষজ্ঞ হিসেবে দেখা যায় বাঙালি দয়ানন্দ গরানীকে। কিন্তু শুক্রবারের অনুশীলনে সেই দায়িত্ব পালন করতে দেখা গেল ধোনিকে। ব্যাটাররা যাতে ভাল করে প্রস্তুতি নিতে পারেন, তার জন্য নেটে একের পর এক থ্রো-ডাউন দিয়ে গেলেন তিনি। উইকেটের কিছুটা দূরে দাঁড়িয়ে সেই দৃশ্য দেখলেন কোচ রবি শাস্ত্রী এবং বোলিং কোচ ভরত অরুণ। ছিলেন ব্যাটিং কোচ বিক্রম রাঠৌরও।

Advertisement

আগামী ২৪ অক্টোবর পাকিস্তানের বিরুদ্ধে বিশ্বকাপের প্রথম ম্যাচে নামছে ভারত। এই ম্যাচের আগে প্রস্তুতিতে কোনও খামতি রাখতে চাইছে না তারা। চূড়ান্ত একাদশ বেছে নেওয়ার ভাবনা এখন থেকেই শুরু হয়ে গিয়েছে।

আরও পড়ুন

Advertisement