রবিবার টি-টোয়েন্টি বিশ্বকাপে মুখোমুখি হচ্ছে নিউজিল্যান্ড এবং আফগানিস্তান। আপাত নিরীহ এই ম্যাচের উপরেই দুলছে ভারতের বিশ্বকাপ-ভাগ্য। আফগানিস্তান জিতলে ভারতের আশা বেঁচে থাকবে। নিউজিল্যান্ড জিতলে শেষ ম্যাচে নামার আগেই বিশ্বকাপ থেকে ছিটকে যাবে ভারত।
সুনীল গাওস্কর মনে করছেন, রবিবার মাঠে নামার আগে দু’দলই চাপে থাকবে। কারণ দু’দলের থেকেই ভারতের রান রেট এখন বেশি। গাওস্কর বলেছেন, “দু’জনের উপরেই এখন চাপ থাকবে। ভারতের রান রেট ভাল না হলে হয়তো সেটা হত না। কিন্তু ভারত দুই দলকেই রান রেটে টপকে যাওয়ায় মাথায় চিন্তা নিয়ে ওরা খেলতে নামবে।”