Advertisement
১৯ এপ্রিল ২০২৪
T20 World Cup 2022

ভারতের বিরুদ্ধে শাহিনকে খেলানোয় ক্ষুব্ধ পাকিস্তানের প্রাক্তনরা! নিশানায় বাবর আজম

পাকিস্তানের তিন প্রাক্তন অধিনায়কের মতে, শাহিন শাহ আফ্রিদি পুরো সুস্থ ছিলেন না। তাই ভারতের বিরুদ্ধে তাঁকে খেলিয়ে ভুল করেছে পাকিস্তান। বাবর আজমের সমালোচনা করেছেন তাঁরা।

ভারতের বিরুদ্ধে ভাল বল করতে পারেননি শাহিন আফ্রিদি।

ভারতের বিরুদ্ধে ভাল বল করতে পারেননি শাহিন আফ্রিদি। ছবি: টুইটার

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ২৪ অক্টোবর ২০২২ ১৬:২৮
Share: Save:

গত বিশ্বকাপ তিনি ছিলেন ভারত বধের নায়ক। অথচ এ বারের বিশ্বকাপে ভারতের বিরুদ্ধে বল হাতে নিষ্প্রভ শাহিন শাহ আফ্রিদি। তিনি যে শুধু উইকেট নিতে পারেননি তা নয়, চার ওভারে ৩৪ রান দিয়েছেন। শেষ দিকে বিরাট কোহলির হাতে মার খেয়েছেন শাহিন। তাঁকে খেলানোয় ক্ষুব্ধ পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটাররা। ওয়াকার ইউনিস, ওয়াসিম আক্রম, মিসবা উল হকদের মতে আধা সুস্থ শাহিনকে খেলিয়ে নিজেদের পায়ে নিজেরায় কুড়ুল মেরেছেন বাবর আজমরা।

পাকিস্তানের প্রাক্তন অধিনায়ক ওয়াকার সংবাদমাধ্যমে বলেছেন, ‘‘শাহিন কেমন বোলার আমরা সবাই জানি। কিন্তু শাহিনকে দেখে বোঝা যাচ্ছিল ও পুরো সুস্থ নয়। নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে শাহিন দলে ছিল না। তখনই আমি বাবরকে জিজ্ঞাসা করেছিলাম, শাহিন যদি বিশ্বকাপে খেলে তা হলে সেই সিরিজ়ে কেন নেই? ভারতের বিরুদ্ধে নামার আগে মোট ৬ ওভার বল করেছে শাহিন। এ ভাবে কাউকে মাঠে নামিয়ে দিলে এটাই হবে। বাবররা ভুল করেছে।’’

একই সুরে কথা বলেছেন পাকিস্তানের আর এক অধিনায়ক আক্রম। তিনি বলেছেন, ‘‘চোটের আগে শাহিন যে ভাবে দৌড়ত, চোটের পরে সে ভাবে দৌড়চ্ছে না। এর থেকেই পরিষ্কার যে ও এখনও পুরো সুস্থ হতে পারেনি। গতিও অনেকটা কমেছে। যেখানে চাইছে সেখানে বল ফেলতে পারছে না। তাই মার খাচ্ছে। বাবরের উচিত ছিল সম্পূর্ণ সুস্থ বোলারকে নামাতে। কিন্তু ও নামের পিছনে গেল।’’

চোট পুরো না সারলে দ্বিতীয় স্পেলে বল করতে এসে জোরে বোলাররা সমস্যায় পড়েন বলে জানিয়েছেন পাকিস্তানের আর এক অধিনায়ক মিসবা। তিনি বলেছেন, ‘‘আমার অধিয়াকত্বে উমর গুল, সোহেল তনবীরদের দেখেছি চোট সারিয়ে ফিরে দ্বিতীয় স্পেলে সমস্যায় পড়তে। কারণ, প্রথম স্পেলে শরীর তাজা থাকে। পরের স্পেলে সেটা থাকে না। এটা দলের ক্ষতি করে। শাহিনও দ্বিতীয় স্পেলে মার খেয়েছে। এটা বাবরের ভাবা উচিত ছিল।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE