Advertisement
০৫ মে ২০২৪
Rohit Sharma

রোহিতকে দেখতে অস্ট্রেলিয়া পৌঁছে গেলেন এই বিদেশি

মহেন্দ্র চান টি-টোয়েন্টি বিশ্বকাপে আরও ভাল ইনিংস খেলুন রোহিত। ভারত বিশ্বকাপ জিতুক রোহিতের নেতৃত্বে। ১০ বছর থেকে রোহিতের ভক্ত মহেন্দ্র বৃহস্পতিবার ছিলেন সিডনির দর্শকাসনে।

প্রথম বার ভারতকে বিশ্বকাপে নেতৃত্ব দিচ্ছেন রোহিত।

প্রথম বার ভারতকে বিশ্বকাপে নেতৃত্ব দিচ্ছেন রোহিত। ছবি: টুইটার।

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ২৭ অক্টোবর ২০২২ ১৭:৪৩
Share: Save:

রোহিত শর্মাকে দেখতে পাশের দেশ ভারতে আসা হয়নি কখনও। তাই অস্ট্রেলিয়ায় পৌঁছে গিয়েছেন মহেন্দ্র। ভারতীয় দলের অধিনায়কই তাঁর আদর্শ। মহেন্দ্রর লক্ষ্য অবশ্য এক ঢিলে দুই পাখি মারা। রোহিতের সঙ্গে দেখা করার পাশাপাশি টি-টোয়েন্টি বিশ্বকাপের উত্তাপ নেওয়া।

১০ বছর বয়স থকে রোহিতকে অনুসরণ করেন মহেন্দ্র। কোনও কোনও বিষয়ে অনুকরণও করেন। তবু এত দিনেও রোহিতের সঙ্গে দেখা করার সুযোগ হয়নি। মহেন্দ্র নেপালের নাগরিক। ক্রিকেট তাঁর নেশা। অস্ট্রেলিয়ায় পৌঁছেছেন কয়েক দিন আগে। ভারতীয় দল যেখানে যাচ্ছে, মহেন্দ্রও সেখানে যাচ্ছেন রোহিতের টানে। মহেন্দ্র বলেছেন, ‘‘আমি রোহিত শর্মার ভক্ত। রোহিত ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক। মুম্বই ইন্ডিয়ান্সকেও নেতৃত্ব দেয়। ওকে দেখার জন্যই অস্ট্রেলিয়ায় এসেছি। ১০ বছর বয়স থেকে রোহিতকে অনুসরণ করি আমি।’’ নিজের ইচ্ছার কথা ভিডিয়ো পোস্ট করে জানিয়েছেন নেপালের বাসিন্দা।

বৃহস্পতিবার ভারত-নেদারল্যান্ডস ম্যাচে সিডনির দর্শকাসনে ছিলেন মহেন্দ্র। ভারতীয় দলের সমর্থনে গলা ফাটান নেপালের নাগরিক। মাঠে বসেই প্রিয় ক্রিকেটারের অর্ধশতরানের ইনিংস দেখে উচ্ছ্বসিত মহেন্দ্র। প্রিয় ক্রিকেটারের ব্যাটিং দেখলেও দেখা করার সুযোগ পাবেন কি না, জানা নেই মহেন্দ্র। টি-টোয়েন্টি বিশ্বকাপের মাঝে কি সুযোগ হবে? অনিশ্চিত। তবু আশা নিয়েই রোহিতেদর দলকে অনুসরণ করতে চান মহেন্দ্র। যদি সুযোগ এসে যায় রোহিতের সঙ্গে দেখা করার।

নেদারল্যান্ডসের বিরুদ্ধে আগ্রাসী মেজাজে ব্যাট করেছেন রোহিত। চারটি চার এবং তিনটি ছয়ের সাহায্যে ৩৯ বলে ৫৩ রান করেছেন রোহিত। মহেন্দ্রর আশা টি-টোয়েন্টি বিশ্বকাপে প্রিয় ক্রিকেটারের এমন আরও ইনিংস দেখতে পাবেন। তিনি চান ভাল খেলুন রোহিত। ভারতও বিশ্বকাপ জিতুক রোহিতের নেতৃত্বে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Rohit Sharma T20 World Cup 2022 Nepal australia
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE