Advertisement
০৮ ডিসেম্বর ২০২৩
ICC T20 World Cup

টি২০ বিশ্বকাপের দল ঘোষণা করে দিল আরও এক দেশ, সপ্তম বিশ্বকাপ খেলতে চলেছেন এক ক্রিকেটার

টি-টোয়েন্টি বিশ্বকাপের দল ঘোষণা করে দিল নিউজিল্যান্ড। গত বছর তাদের যে দলটি টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে খেলেছিল, মোটামুটি সেই দলটিই ধরে রেখেছে তারা।

টি-টোয়েন্টি বিশ্বকাপ ট্রফি।

টি-টোয়েন্টি বিশ্বকাপ ট্রফি। ফাইল ছবি

সংবাদ সংস্থা
ওয়েলিংটন (নিউজিল্যান্ড) শেষ আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২২ ১০:২৬
Share: Save:

টি-টোয়েন্টি বিশ্বকাপের দল ঘোষণা করে দিল নিউজিল্যান্ড। গত বছর তাদের যে দলটি টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে খেলেছিল, মোটামুটি সেই দলটিই ধরে রেখেছে তারা। শুধু ফিন অ্যালেন ও মাইকেল ব্রেসওয়েল ২০২১ সালের দলে ছিলেন না। তাঁরা এ বারের দলে রয়েছেন।

মার্টিন গাপ্টিলের এটি সপ্তম টি-টোয়েন্টি বিশ্বকাপ হতে চলেছে। ডেভন কনওয়েকে উইকেটরক্ষা করতে হবে। ২২ অক্টোবর সিডনিতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ম্যাচ দিয়ে নিউজিল্যান্ড এ বার তাদের বিশ্বকাপ অভিযান শুরু করবে। গত বছর এই দু’টি দলই ফাইনালে মুখোমুখি হয়েছিল।

গত বছর চোটের জন্য লকি ফার্গুসন খেলতে না পারায় তাঁর জায়গায় অ্যাডাম মিলনেকে খেলানো হয়েছিল। এ বারের দলেও মিলনেকে রেখে দেওয়া হয়েছে। এ বার কাইল জেমিসন দলে নেই। তাঁর চোট রয়েছে।

লেগ স্পিনার টড অ্যাস্টেল ও উইকেটরক্ষক টিম সেইফার্ট দল থেকে বাদ পড়েছেন। তাঁদের জায়গায় মারকুটে ব্যাটার বলে পরিচিত অ্যালেন ও অলরাউন্ডার ব্রেসওয়েলকে নেওয়া হয়েছে।

সুপার ১২-র গ্রুপ ১-এ নিউজিল্যান্ডের সঙ্গে অস্ট্রেলিয়া ছাড়াও রয়েছে আফগানিস্তান, ইংল্যান্ড এবং যোগ্যতা অর্জন পর্ব থেকে উঠে আসা দু’টি দল।

পুরো দল: কেন উইলিয়ামসন (অধিনায়ক), ফিন অ্যালেন, ট্রেন্ট বোল্ট, মাইকেল ব্রেসওয়েল, মার্ক চ্যাপম্যান, ডেভন কনওয়ে (উইকেটরক্ষক), লকি ‌ফার্গুসন, মার্টিন গাপ্টিল, অ্যাডাম মিলনে, ড্যারিল মিচেল, জিমি নিশাম, গ্লেন ফিলিপস, মিচেল স্যান্টনার, ইস সোধি, টিম সাউদি।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement

Share this article

CLOSE