সাদা বলের ক্রিকেটে শুভমন গিলের সাম্প্রতিক ফর্ম ভাল নয়। অস্ট্রেলিয়ায় এক দিন ও টি২০ সিরিজ়ে রানের মধ্যে নেই তিনি। শুভমনের ফর্ম নিয়ে কি চিন্তা বাড়ছে গৌতম গম্ভীরের? গোল্ড কোস্টে চতুর্থ টি২০ ম্যাচের আগে অনুশীলনের সময় শুভমনের সঙ্গে দীর্ঘ আলোচনা করতে দেখা গিয়েছে গম্ভীরকে। কোচের মুখ দেখে বোঝা যাচ্ছিল, শুভমনের ফর্মে অখুশি তিনি।
গোল্ড কোস্টে ভারতের অনুশীলনের সময় ঘটেছে এই ঘটনা। শুভমনের অনুশীলন থামিয়ে তাঁকে আলাদা করে ডেকে নেন গম্ভীর। এক দিকে দাঁড়িয়ে কথা বলেন তাঁরা। বাকি দল তখন অনুশীলনে ব্যস্ত। গম্ভীরের সে দিকে খেয়াল নেই।
দু’জনের মধ্যে কী কথা হয়েছে তা বিস্তারিত জানা না গেলেও সূত্রের খবর, শুভমনকে ফর্মে ফেরার পরামর্শ দিয়েছেন গম্ভীর। তাঁর কোথায় সমস্যা হচ্ছে তা জানতে চেয়েছেন? কী ভাবে সেই সমস্যা মেটানো যাবে তা নিয়ে কথা হয়েছে দু’জনের মধ্যে।
আরও পড়ুন:
ভারতের টেস্ট দলের অধিনায়ক হওয়ার পর থেকে লাল বলের ক্রিকেটে ফর্মে রয়েছেন শুভমন। কিন্তু এশিয়া কাপে ভারতের টি-টোয়েন্টি দলে প্রত্যাবর্তনের পর থেকে সাদা বলের ক্রিকেটে রান নেই তাঁর। শেষ ১০ টি-টোয়েন্টি ম্যাচে ১৮৪ রান করেছেন তিনি। ২৩ গড় ও ১৪৬ স্ট্রাইক রেটে রান করেছেন। সর্বোচ্চ ৪৭। অর্থাৎ, শেষ ১০ ইনিংসে একটি অর্ধশতরানও করতে পারেননি শুভমন। টি২০ কেরিয়ারে ৩১ ম্যাচে ৭৬২ রান করেছেন শুভমন। ২৮.২২ গড় ও ১৪০.৮৫ স্ট্রাইক রেটে রান করেছেন তিনি। ছোট ফরম্যাটে একটি শতরান ও তিনটি অর্ধশতরান রয়েছে তাঁর।
অস্ট্রেলিয়ায় এক দিনের ক্রিকেটে অধিনায়ক হিসাবে ইনিংস শুরু হয়েছে শুভমনের। তিনটি এক দিনের ম্যাচে ১০, ৯ ও ২৪ রান করেছেন তিনি। তিনটি টি-টোয়েন্টিতে করেছেন অপরাজিত ৩৭, ৫ ও ১৫ রান। দুই ফরম্যাটে অধিনায়কের পাশাপাশি ভারতের টি-টোয়েন্টি দলের সহ-অধিনায়ক তিনি। সেই সহ-অধিনায়কের ফর্ম নিয়ে চিন্তায় গম্ভীর। তাই শুভমনের সঙ্গে দীর্ঘ আলোচনা করলেন তিনি।