দেশ থেকে ৮,২৫০ কিলোমিটার দূরে বসে তাঁরা। তাতে কী? হোটেলেই নতুন বছরকে স্বাগত জানাল ভারতীয় ক্রিকেট দল। কেক কাটা থেকে শুরু করে এক সঙ্গে ছবি তোলা, সব হল। আর সেখান থেকেই নতুন বছরে নতুন আশার বার্তা দিলেন ভারতীয় স্পিনার রবিচন্দ্রন অশ্বিন।
শুক্রবার ভারতীয় সময় মধ্য রাতে একটি টুইট করেন অশ্বিন। সেখানে দেখা যাচ্ছে দলের সবাই মিলে ছবি তুলছেন। ক্রিকেটারদের সঙ্গে সাপোর্ট স্টাফরাও রয়েছেন সেখানে। পাশে একটি টেবিলে কেক রয়েছে। দেখে বোঝা যাচ্ছে নিজেদের মধ্যেই তুমুল আনন্দ করেছেন তাঁরা। সেই আনন্দ থেকে বাদ যাননি রাহুল দ্রাবিড়ও।
আরও পড়ুন:
ছবির ক্যাপশনে অশ্বিন লিখেছেন, ‘নতুন বছর নতুন আশা। সবাইকে ২০২২ সালের শুভেচ্ছা।’
New year new hopes! Wish you all a happy and prosperous 2022. #HappyNewYear pic.twitter.com/cssKEpeePI
— Ashwin(@ashwinravi99) December 31, 2021
দক্ষিণ আফ্রিকায় টেস্ট সিরিজের শুরুটা খুব ভাল হয়েছে ভারতের। সেঞ্চুরিয়নে প্রথম টেস্ট জিতেছেন কোহলীরা। বাকি দুই টেস্টের মধ্যে একটি জিততে পারলেই সে দেশে প্রথম বার সিরিজ জিতবে ভারত। সেই ইতিহাস তৈরি করার সুযোগ রয়েছে নতুন বছরেই। সেই আশার কথাই হয়ত বলতে চাইলেন অশ্বিন।