সূচি অনুযায়ী, অগস্ট মাসে বাংলাদেশ সফরে যাওয়ার কথা ভারতের। ১৭ অগস্ট থেকে সে দেশে তিনটে এক দিনের ও তিনটে টি-টোয়েন্টি ম্যাচের সিরিজ় খেলার কথা তাদের। কিন্তু সেই সিরিজ় হবে কি না তা নিয়ে সংশয় রয়েছে। ভারত বাংলাদেশে খেলতে যাবে কি না তা নিয়ে কোনও সিদ্ধান্ত হয়নি।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি আমিনুল ইসলাম জানিয়েছেন, তাঁরা ভারতীয় ক্রিকেট বোর্ডের নির্দেশের অপেক্ষায় রয়েছেন। আমিনুল বলেন, “ভারতীয় ক্রিকেট বোর্ডের সঙ্গে আমাদের ইতিবাচক কথা হয়েছে। কিন্তু ওরা ভারত সরকারের অনুমতির অপেক্ষায় আছে। এমন নয় যে, অগস্ট-সেপ্টেম্বরেই সিরিজ় করাতে হবে। আমরা আলোচনা করছি যাতে সিরিজ়টা হয়। যদি সেই সময় না হয় তা হলে অন্য কোনও সময় সেই সিরিজ় খেলা যেতে পারে।”
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতির কথা থেকে স্পষ্ট, তাঁরা আন্দাজ পেয়েছেন যে নির্ধারিত সূচি মেনে সিরিজ় হয়তো হবে না। অর্থাৎ, এখনই ভারত সরকার দলকে সে দেশে পাঠাবে না। কিন্তু ভারত খেলতে না গেলে বাংলাদেশ বোর্ডের অনেক ক্ষতি হবে। তাই যে ভাবে হোক সিরিজ় করাতে চাইছে তারা। সেই কারণেই বিকল্প ভাবনা ভাবছে বোর্ড।
আরও পড়ুন:
বাংলাদেশে পালাবদলের পর থেকে ভারতের সঙ্গে তাদের সম্পর্ক খারাপ হয়েছে। তখনই কেন্দ্রীয় সরকার সিদ্ধান্ত নেয়, বাংলাদেশের সঙ্গে ক্রিকেটীয় সম্পর্ক রাখবে না তারা। অর্থাৎ, সে দেশে দল পাঠানো হবে না। পালাবদলের পরেও মাঝেমাঝেই অশান্তি হচ্ছে বাংলাদেশে। এই পরিস্থিতিতে ভারতের সিদ্ধান্ত বদলের সম্ভাবনা কম। ফলে সিরিজ়ের ভবিষ্যৎ নিয়ে সংশয় তৈরি হয়েছে।
গত বছর আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে অবসর নিয়েছেন বিরাট কোহলি ও রোহিত শর্মা। গত মাসে টেস্ট থেকেও অবসর নিয়েছেন তাঁরা। ভারতের হয়ে তাঁরা এখন শুধু এক দিনের ম্যাচ খেলবেন। বাংলাদেশে ভারত খেলতে গেলে এক দিনের দলে বিরাট ও রোহিতকে দেখা যেত। কিন্তু তাঁদের বাংলাদেশে খেলতে দেখা যাবে কি না তা নিয়ে প্রশ্ন দিন দিন বাড়ছে। এখন দেখার, এই সিরিজ় নিয়ে ভারতীয় ক্রিকেট বোর্ড কী সিদ্ধান্ত নেয়।