বিরাট কোহলি এবং রোহিত শর্মাকে আবার কবে ভারতীয় দলের জার্সি গায়ে দেখা যাবে, তা কিছু দিনের মধ্যে জানা যেতে পারে। ভারতীয় দলের বাংলাদেশ সফর ঘিরে অনিশ্চয়তা তৈরি হওয়ায় শ্রীলঙ্কার সঙ্গে কথা বলছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। সাদা দলের সিরিজ়ে মুখোমুখি হতে পারে দু’দেশ।
বাংলাদেশের পরিবর্তে শ্রীলঙ্কায় দল পাঠাতে চান বিসিসিআই কর্তারা। একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, ক্রিকেট শ্রীলঙ্কার কর্তাদের সঙ্গে প্রাথমিক আলোচনা শুরু হয়েছে। দু’দেশের আন্তর্জাতিক সূচি বিঘ্নিত না করে সময় বার করার চেষ্টা হচ্ছে। অগস্টের মাঝামাঝি শ্রীলঙ্কা সফরে যেতে পারে ভারতীয় দল। উল্লেখ্য, অগস্টের শেষে জ়িম্বাবোয়ে সফরে যাওয়ার কথা রয়েছে শ্রীলঙ্কার।
এখনও কিছুই চূড়ান্ত হয়নি। তাই সরকারি ঘোষণার কোনও প্রশ্ন নেই। বিসিসিআই তিনটি এক দিনের ম্যাচ এবং তিনটি টি-টোয়েন্টি ম্যাচের সিরিজ়ের প্রস্তাব দিয়েছে ক্রিকেট শ্রীলঙ্কাকে। দু’সপ্তাহের কম সময়ে সিরিজ় শেষ করার কথা বলা হয়েছে। ২০২৩ সালে শেষ বার শ্রীলঙ্কা সফরে গিয়েছিল ভারত। সে বার ২০ ওভারের সিরিজ়ে জয় এলেও হারতে হয়েছিল এক দিনের সিরিজ়।
আরও পড়ুন:
শ্রীলঙ্কার বিরুদ্ধে সিরিজ় একান্তই আয়োজন করা না গেলে, সম্ভবত কোনও সিরিজ় খেলবে না ভারত। সে ক্ষেত্রে ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজ়ের বিরুদ্ধে দুই টেস্টের সিরিজ়ে মাঠে নামবে ভারতীয় দল। তার পর অস্ট্রেলিয়ায় সাদা বলের সিরিজ় রয়েছে। তেমন হলে টেস্ট ক্রিকেট থেকে অবসর নেওয়ার পর অস্ট্রেলিয়ার মাটিতেই প্রথম বার দেশের জার্সি পরে নামবেন কোহলি-রোহিত।