বাংলাদেশের বিরুদ্ধে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ়ের জন্য দল ঘোষণা করল পাকিস্তান। সলমন আলি আগার নেতৃত্বে ১৫ জনের দলে জায়গা হয়নি তিন সিনিয়র ক্রিকেটারের। বাবর আজ়ম, মহম্মদ রিজ়ওয়ান এবং শাহিন আফ্রিদিকে ছাড়াই দল ঘোষণা করেছেন পাকিস্তানের নির্বাচকেরা।
আগামী জুলাইয়ে বাংলাদেশ সফরে যাবে পাকিস্তান। ২০, ২২ এবং ২৪ জুলাই তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলার কথা তাদের। ১৬ জুলাই ঢাকা পৌঁছোনোর কথা পাকিস্তান দলের। হ্যামস্ট্রিংয়ের চোটের জন্য এই সিরিজ় থেকে ছিটকে গিয়েছেন জোরে বোলার হ্যারিস রউফ। আমেরিকায় মেজর লিগ ক্রিকেট খেলতে গিয়ে চোট পেয়েছেন তিনি। এ ছাড়াও দলে নেই অলরাউন্ডার শাদাব খানও। ব্রিটেনে কাঁধের অস্ত্রোপচারের পর এখন মাঠে ফিরতে পারেননি তিনি। আরও কয়েক সপ্তাহ সময় লাগবে শাদাবের ক্রিকেটে ফিরতে। ফলে প্রথম সারির বেশ কয়েক জন ক্রিকেটারকে ছাড়াই দল নির্বাচন করেছেন পাকিস্তানের নির্বাচকেরা।
আরও পড়ুন:
পাকিস্তানের টি-টোয়েন্টি দল: সলমন আগা (অধিনায়ক), আবরার আহমেদ, ফাহিম আশরাফ, আহমেদ দানিয়াল, ফখর জামান, হাসান নওয়াজ, হুসাইন তালাত, খুশদিল শাহ, মহম্মদ হ্যারিস, মহম্মদ আব্বাস, সাহিবজাদা ফারহান, সাইম আইয়ুব, মহম্মদ নওয়াজ, সুফিয়ান মুকিম ও সলমন মির্জা।