অস্ট্রেলিয়ার মাটিতে এক দিনের ক্রিকেট সিরিজ় ও টি-টোয়েন্টি সিরিজ় খেলবে ভারত। অক্টোবর ও নভেম্বরে হওয়ার কথা সেই সিরিজ়। কিন্তু চার মাস আগেই এসসিজি-তে এক দিনের ম্যাচের টিকিট বিক্রি হয়ে গিয়েছে। এমনকি সূর্যকুমার যাদবদের দেখতে ক্যানবেরায় টি-টোয়েন্টি ম্যাচের টিকিটও শেষ হয়ে গিয়েছে।
বিরাট কোহলি ও রোহিত শর্মাকে ফের ভারতীয় জার্সিতে দেখার তর সইছে না সমর্থকদের। শুধুমাত্র এক দিনের ক্রিকেটেই দেশের হয়ে খেলবেন তাঁরা। অস্ট্রেলিয়ার মাটিতে দুই মহাতারকাকে দেখার জন্য আগে থেকেই টিকিট কেটে ফেলেছেন ক্রিকেটপ্রেমীরা।
এখনও পর্যন্ত আটটি খেলা মিলিয়ে ৯০ হাজার টিকিট বিক্রি হয়ে গিয়েছে। যাঁরা টিকিট নিয়েছেন, তাঁদের মধ্যে অধীকাংশই ভারতীয়।
ক্রিকেট অস্ট্রেলিয়ার ক্রিকেট অপারেশনসের জেনারেল ম্যানেজার জোয়েল মরিসন বলেছেন, ‘‘চার মাস আগেই টিকিটের জন্য মাত্রাছাড়া আগ্রহ। সিডনি ও ক্যানবেরার টিকিট ইতিমধ্যেই শেষ হয়ে গিয়েছে। বিরাট কোহলি, রোহিত শর্মাদের দেখার জন্য তর সইছে না ক্রিকেটপ্রেমীদের। ভাল সিরিজ়ের আশায় রয়েছি।’’
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)