ইংল্যান্ড লায়ন্সের বিরুদ্ধে বুধবার অনূর্ধ্ব-১৯ ভারতীয় দলের হয়ে ৩১ বলে ৮৬ রানের ইনিংস খেলেছে বৈভব সূর্যবংশী। ভারতের কিশোর ব্যাটারের সঙ্গে ক্রিকেট বিশ্বের পরিচয় হয়েছে আইপিএলে। ছোটদের ভারতকে জেতানোর পরের দিন এজবাস্টনে দাদাদের খেলা দেখতে এল ১৪ বছরের ব্যাটার।
ম্যাচের পরের দিন অনুশীলন ছিল না ভারতের অনূর্ধ্ব-১৯ দলের। ছুটি ছিল অভিজ্ঞান কুন্ডু, আয়ূষ মাত্রেদের। তাই বলে ক্রিকেটের পাঠ বন্ধ থাকেনি। অনূর্ধ্ব-১৯ দলের ক্রিকেটারদের দেওয়া হল লাল বলের ক্রিকেটের পাঠ। তাঁদের নিয়ে আসা হয়েছিল ভারত-ইংল্যান্ড দ্বিতীয় টেস্টের দ্বিতীয় দিনের খেলা দেখাতে। এজবাস্টনের গ্যালারিতে বসে বৈভবেরা দেখলেন শুভমন গিলের দ্বিশতরান। আগামী দিনের জাতীয় দলের ক্রিকেটারেরা দেখলেন টেস্ট ম্যাচে কী ভাবে ব্যাট করতে হয়। রবীন্দ্র জাডেজা, ওয়াশিংটন সুন্দরের দায়িত্বশীল ইনিংসও উপভোগ করলেন তাঁরা।
আরও পড়ুন:
গ্যালারিতে গোটা দল থাকলেও ক্রিকেটপ্রেমীদের আগ্রহের কেন্দ্রে ছিল ১৪ বছরের বৈভবই। টেলিভিশনের পর্দাতেও কয়েক বার দেখা গিয়েছে দর্শক বৈভবকে। ভারতের সিনিয়র দলের আগে ইংল্যান্ড সফরে গিয়েছিল ‘এ’ দল। একই সঙ্গে ইংল্যান্ডে রয়েছে অনূর্ধ্ব-১৯ দলও। তাই ভবিষ্যতের তারকাদের দেখে শেখার সুযোগের ব্যবস্থা করে দিতে ভুল করেননি ভারতীয় ক্রিকেট বোর্ডের কর্তারা।