Advertisement
E-Paper

ইডেনে ইতিহাস বৈভবের, কনিষ্ঠতম হিসাবে নতুন নজির! চোট সারিয়ে বল হাতে ব্যর্থ হার্দিক, মাঠে ঢুকে নিজস্বী ভক্তের!

বৈভব সূর্যবংশীকে নিয়ে সৈয়দ মুস্তাক আলি ট্রফির শুরু থেকেই আগ্রহ ছিল ক্রিকেটপ্রেমীদের। কিন্তু ব্যাটে রান পাচ্ছিল না বিহারের সহ-অধিনায়ক। মঙ্গলবার ভক্তদের আক্ষেপ মিটিয়ে দিল বৈভব।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০২ ডিসেম্বর ২০২৫ ১৩:১৬
Picture of Vaibhav Suryavanshi

বৈভব সূর্যবংশী। —ফাইল চিত্র।

সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে ইতিহাস বৈভব সূর্যবংশীর। ঘরোয়া টি-টোয়েন্টি প্রতিযোগিতায় কনিষ্ঠতম ক্রিকেটার হিসাবে শতরান করল বিহারের ১৪ বছরের ব্যাটার। মঙ্গলবার ইডেন গার্ডেন্সে মহারাষ্ট্রের বিরুদ্ধে ৫৮ বলে শতরান পূর্ণ করে বৈভব। অন্য দিকে, এ দিনই পঞ্জাবের বিরুদ্ধে প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরলেন হার্দিক পাণ্ড্য।

বৈভবকে নিয়ে সৈয়দ মুস্তাক আলি ট্রফির শুরু থেকেই আগ্রহ ছিল ক্রিকেটপ্রেমীদের। কিন্তু ব্যাটে রান পাচ্ছিল না বিহারের সহ-অধিনায়ক। মঙ্গলবার ভক্তদের আক্ষেপ মিটিয়ে দিল বৈভব। পৃথ্বী শয়ের দলের বিরুদ্ধে ওপেন করতে নেমে শুরু থেকেই পরিচিত আগ্রাসী ব্যাটিং শুরু করে। শতরান পূর্ণ করার পথে ৭টি চার এবং ৭টি ছক্কা এসেছে তার ব্যাট থেকে। শেষ পর্যন্ত বৈভব খেলেছে ৬১ বলে ১০৮ রানের অপরাজিত ইনিংস। তার শতরানের সুবাদে মহারাষ্ট্রের বিরুদ্ধে বিহার ২০ ওভারে তুলেছে ৩ উইকেটে ১৭৬ রান। বৈভব ছাড়া বিহারের হয়ে ভাল ব্যাট করেছেন আয়ুষ লোহারুকা। তিনি ১৭ বলে ২৫ রান করে অপরাজিত থাকেন।

অন্য দিকে, চোট সারিয়ে ক্রিকেটে ফিরলেন হার্দিক। গত এশিয়া কাপে চোট পেয়েছিলেন বডোদরার অলরাউন্ডার। ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) মেডিক্যাল টিমের ছাড়পত্র পাওয়ায় মঙ্গলবার তাঁকে প্রথম একাদশে রাখেন ক্রুণাল পাণ্ড্য। পঞ্জাবের বিরুদ্ধে অবশ্য বল হাতে দারুণ পারফরম্যান্স করতে পারলেন না। ৪ ওভারে ৫২ রান দিয়ে ১ উইকেট নিয়েছেন হায়দরাবাদের ২২ গজে।

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজ়ের আগে হার্দিকের প্রত্যাবর্তন স্বস্তি দিতে পারে সূর্যকুমার যাদবদের। হার্দিক খেলায় ফেরায় উচ্ছ্বসিত ক্রিকেটপ্রেমীরাও। মঙ্গলবার হায়দরাবাদের মাঠে ঢুকে পড়েন এক ক্রিকেটপ্রেমী। নিরাপত্তাকর্মীদের এড়িয়ে চলে যান হার্দিকের কাছেও। প্রিয় ক্রিকেটারের সঙ্গে নিজস্বীও তোলেন ওই হার্দিক-ভক্ত। পরে নিরাপত্তাকর্মীরা তাঁকে মাঠ থেকে বের করে দেন।

Syed Mushtaq Ali Trophy Vaibhav Suryavanshi record Hardik Pandya
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy